header banner

Bangladesh Election: ভারতে বসে বন্ধু বাংলাদেশ বিরোধী কোনো মন্তব্য করতে দেওয়া হবে না! জানালো ভারত সরকার

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের অভিযোগ, ভারতে বসে শেখ হাসিনা ক্রমাগত বাংলাদেশ বিরোধী মন্তব্য করে চলেছে। সেই নিয়ে তারা যথেষ্ট উস্মা প্রকাশ করেছে। বাংলাদেশের আরো অভিযোগ, বাংলাদেশের নির্বাচন বানচালের প্ররোচনাও দিচ্ছেন। ঢাকার এই দাবি উড়িয়ে দিল নয়াদিল্লি। পালটা ভারত সরকার বিবৃতি দিল, প্রতিবেশী দেশের পরিপন্থী কোনও কাজে ভারতের মাটি ব্যবহার করতে দেওয়া হয় না। এইসঙ্গে পদ্মাপাড়ে শান্তিপূর্ণ নির্বাচনকে স্বাগত জানানো হয়। শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছেন, রবিবার নতুন করে এই দাবি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে বাংলাদেশের বিদেশমন্ত্রক। এরপর একটি বিবৃতিও জারি করে। তারই পালটা বিবৃতি দিয়েছে নয়াদিল্লি।

{link} 

  সেখানে বলা হয়েছে, নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, “বাংলাদেশের বন্ধুবৎসল জনতার স্বার্থবিরোধী কোনও কাজে কখনই ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা আশা করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (বাংলাদেশের) অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষপ করবে।” বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে এই নিয়ে পাঁচ বার তলব করা হল ভারতীয় হাইকমিশনারকে। এ বার হাসিনা ছাড়াও হাইকমিশনারকে তলবের আরও একটি কারণ রয়েছে। জুলাই অভ্যুত্থানের সমর্থক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির উপর গুলি-হামলা চলেছে গত শুক্রবার। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। যদি তাই হয়, ভারত যাতে তাদের গ্রেফতার করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে, তার আর্জি জানানো হয়েছে।

{ads}

India Bangladesh Relation Bangladesh Delhi Sheikh Hasina Bengali News India Bangladesh News Md Yunus Bangladesh Update সংবাদ শেখ হাসিনা খবর বাংলাদেশ নির্বাচন

Last Updated :

Related Article

Latest Article