header banner

Iran Update: বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান! ভারতীয়দের দ্রুত দেশে ফেরার নির্দেশ দূতাবাসের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইরান জ্বলছে বিদ্রোহের আগুনে। ইজরাইল ও আমেরিকার ক্রমাগত চাপ। এই পরিস্থিতিতে অবিলম্বে ইরান ছাড়তে ভারতীয় নাগরিকদের নির্দেশ দিল তেহরানের দূতাবাস। আয়াতোল্লা খামেনেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরানের আমজনতা। সেই প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এবার ইরান থেকে ভারতীয়দের চলে যেতে নির্দেশ দিল দূতাবাস। ইরান ছাড়ার জন্য জরুরি নথিপত্রও হাতের কাছে রাখতে বলা হয়েছে ভারতীয়দের। বুধবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, ‘বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিজেদের হাতের কাছে তৈরি রাখেন। যেকোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়।

{link}

   বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে ভারতীয়দের। হেল্পলাইন নম্বর এবং ইমেলও দেওয়া হয়েছে দূতাবাসের তরফ থেকে। তবে নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, অবিলম্বে ইরান ছাড়ুন ভারতীয়রা। বলা হয়েছে, ‘ইরানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতীয় নাগরিকদের বলা হচ্ছে, যেভাবে সম্ভব ইরান ছাড়ুন। পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটক-যে কারণেই ইরানে গিয়ে থাকুন না কেন তাঁরা ইরান ছাড়ুন। বর্তমানে বিমান পরিষেবা চালু রয়েছে। তাই সেসব বিমানে চেপেই যেভাবে হোক ইরান থেকে অন্যত্র চলে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে ভারতীয়দের।

{ads}

Iran News Indian Embassy Iran Protest Iran vs USA USA Iran Unrest সংবাদ ইরান ইরান বিক্ষোভ ভারতীয় দূতাবাস

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article