header banner

Pakistan IMF Loan: ট্রাম্পের অঙ্গুলি হেলনে সন্ত্রাসের আঁতুড়ঘরে টাকা দিচ্ছে IMF! তীব্র আপত্তি ভারতের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হাত পাকিস্তানের মাথায়। আর সেই কারণেই IMF এদিক ওদিক বিচার না করেই পাকিস্তানকে আর্থিক ঋণ দিয়ে চলেছে। নয়া কিস্তিতে পাকিস্তানকে দেওয়া হচ্ছে ১.২ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা ১০ হাজার কোটি টাকা। আইএমএফের দাবি, পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করতে ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এই অর্থের জোগান দেওয়া হচ্ছে। যদিও বিশেষজ্ঞদের আশঙ্কা, অতীতের মতো এই অর্থের বড় অংশ সন্ত্রাসবাদকে মদত জোগাতে ব্যবহার করবে পাকিস্তানের শাহবাজ শরিফের সরকার। আইএমএফের তরফে সোমবার বিবৃতি জারি করে জানানো হয়েছে, নয়া কিস্তিতে পাকিস্তানকে আরও ১.২ বিলিয়ন ডলার দেওয়া হবে। এই অর্থ দুটি ক্ষেত্রে ব্যবহার করতে পারবে পাকিস্তান। নিজ দেশের অর্থনৈতিক সংশোধন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে ব্যয় করা যাবে এই টাকা।

{link}

  এই নিয়ে পাকিস্তানকে তৃতীয় কিস্তির টাকা দিতে চলেছে এই আন্তর্জাতিক সংগঠন। সব মিলিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানকে দেওয়া হয়েছে ৩.৩ বিলিয়ন ডলার। আইএমএফের শীর্ষ আধিকারিক নাইজেল ক্লার্ক এই বিষয়ে বলেন, সাম্প্রতিক সময়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও পাকিস্তান তার অর্থনৈতিক সংস্কারের ধারা সাফল্যের সঙ্গে জারি রেখেছে। যার জেরেই তৃতীয় কিস্তির অর্থ বরাদ্দ করা হচ্ছে পাকিস্তানকে। তবে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে যাতে এই ঋণ না দেওয়া হয় তার জন্য স্পষ্ট যুক্তি দেওয়া হয় ভারতের তরফে। অভিযোগ করা হয়, অতীতেও একাধিকবার ঋণ নিয়েছে পাকিস্তান। তবে সেই অর্থ তারা সঠিক কাজে ব্যবহার করেনি।

{ads}

International Monetary Fund IMF News Pakistan News Donald Trump Pakistan Loan Bengali News International Relations সংবাদ পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article