শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পাকিস্তান আছে পাকিস্তানে। সেখানে 'গণতন্ত্র' চলে গেছে অনেক পিছনে। আর পাকিস্তানে রাজরোষে যদি কেউ পারেন তাহলে তার অবস্থা যে ভয়াবহ হবে - এমন নিদর্শন আগে বহু আছে। অভিযোগ,গুরুতর অসুস্থ অবস্থায় ঠিকমতো চিকিৎসা হচ্ছে না তাঁর। এমনটা চলতে থাকলে চিরতরে অন্ধ হয়ে যেতে পারেন তিনি। পিটিআই-এর দাবি অনুযায়ী, মেডিকেল রিপোর্টে জানা গেছে ইমরান খানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন রয়েছে। যা অত্যন্ত বিপজ্জনক। এর ফলে চোখের শিরায় ব্লকেজ তৈরি হয়। চিকিৎসকরা সতর্ক করেছেন যদি এই অসুখের দ্রুত এবং সঠিক চিকিৎসা না করা হয়, তাহলে তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন। এদিকে সবকিছু জানা সত্ত্বেও ইমরান খানের শারীরিক সংকট নিয়ে ছেলেখেলা করছে জেল কর্তৃপক্ষ। এই রোগের চিকিৎসার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিশেষ অপারেশন থিয়েটারের প্রয়োজন।
{link}
কারাগারে চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই চিকিৎসা করানো হচ্ছে তাঁর। যার অর্থ বিষয়টিকে পুরোপুরি উপেক্ষা করছে সরকার। শুধু তাই নয়, ইমরানের দলের দাবি, ২০২৪ সালের অক্টোবর মাস থেকে ইমরানকে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও, তার কোনও স্বাস্থ্য পরীক্ষা করানো হয়নি। ২০২৫ সালের আগস্ট মাসে নিয়মিত চেকআপের জন্য একটি আবেদন জানানো হয়েছিল যা এখনও বিচারাধীন। তাঁর পরিবারকেও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না সব মিলিয়ে ইমরানের অবস্থা যে খুব খারাপ তা বলার অপেক্ষা রাখে না।
{ads}