শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইমরান খান কি খুন হয়েছেন? বুধবার এই গুঞ্জন জোরালো হয়ে ওঠে। জল্পনা উড়িয়ে বিবৃতি প্রকাশ করে আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। এই পরিস্থিতিতে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন আলিমা খান। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানালেন, ”ওঁর মাথার একটা চুলও স্পর্শ করতে পারবে না ওরা।” আলিমা জানিয়েছেন, তাঁর দাদা অন্তত ৬ সপ্তাহ ধরে একেবারে আলাদা একটা সেলে রয়েছে। দেখা করতে দেওয়া হচ্ছে না কারও সঙ্গে।" এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইমরানের বোন।
{link}
দাদাকে নিয়ে উদ্বেগ অবশ্য বাড়ছে তাঁর। বলছেন, ”তিন থেকে চার সপ্তাহ আগে যখন ওঁকে দেখেছি, চমৎকার স্বাস্থ্য ছিল। ফলে ওরা দাবি করতে পারবেন না বয়সজনিত কারণে বা অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। সমস্যাটা হল, কী করে ওঁর এখনকার স্বাস্থ্য সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত হব? তিন সপ্তাহ হয়ে গেল আমরা ওঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। কেউই পৌঁছতে পারছে না। কী করে নিশ্চিত হব উনি ভালো আছেন!” তবে সেই সঙ্গেই তাঁর হুঙ্কার, ”পাকিস্তানজুড়ে বিরাট ক্রোধ রয়েছে। যদি ওঁর কিছু হয়ে যায়, আপনাদের কি মনে হয় লোকেরা ওদের ছেড়ে দেবে?”
{ads}