header banner

Bangladesh News: বাংলাদেশে আটকে ভারতীয় মেডিক্যাল পড়ুয়ারা! প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতের প্রতিবেশী দেশ থেকে ক্রমাগত ভারতবিরোধী শ্লোগান উঠছে। পাকিস্তানপন্থী বাংলাদেশিদের নিয়ন্ত্রনে এখন বাংলাদেশ। স্বাভাবিক কারণে সেখানে ভারত বিরোধিতা চূড়ান্ত আকার নিয়েছে। এবার বাংলাদেশে থাকা ভারতীয় মেডিক্যাল পড়ুয়া নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সর্বভারতীয় মেডিক্যাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AIMSA)। প্রতিবেশী দেশে ক্রমবর্ধমান ভারতবিরোধী আবহের মধ্যে সেখানে আটকে পড়েছেন বহু ভারতীয় পড়ুয়া। তাঁদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  “অবিলম্বে ও জরুরি হস্তক্ষেপ” চেয়েছে সংগঠনটি। সোমবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে সরাসরি এই আবেদন জানিয়েছে তারা।

{link}

  প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো চিঠিতে AIMSA জানিয়েছে, বাংলাদেশে থাকা ভারতীয় মেডিক্যাল পড়ুয়া এবং তাঁদের পরিবারের কাছ থেকে তারা একের পর এক “গুরুতর ও আতঙ্কজনক বার্তা” পাচ্ছে। সংগঠনের দাবি, বর্তমান পরিস্থিতিতে বহু পড়ুয়াকে অনিরাপদ ও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। AIMSA-র বক্তব্য, সাম্প্রতিক ঘটনার জেরে পড়ুয়াদের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে থাকা তাঁদের পরিবারের মধ্যেও ভয়, উৎকণ্ঠা এবং মানসিক চাপ চরমে পৌঁছেছে। চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, “অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বাংলাদেশে আটকে থাকা ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীর অবিলম্বে ও জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

{ads}

Bangladesh Indian Medical Students Medical Students Bangladesh Update Bangladesh Update Narendra Modi সংবাদ মোদি ভারতীয় মেডিক্যাল পড়ুয়া বাংলাদেশ সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article