শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দীর্ঘ লড়াইয়ের পরে ট্রাম্পের কপালে জোটে নি শান্তিতে নোবেল। এই নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে হোয়াইট হাউস। কিন্তু পরে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে ট্রাম্প। অবশেষে সাংবাদিকদের সামনে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, 'আমার হয়েই ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল পুরস্কার গ্রহণ করেছেন।' এখানেই শেষ নয়। মার্কিন প্রেসিডেন্টের দাবি, 'যে মানুষটা নোবেল শান্তি পুরস্কার পেলেন, তিনি আমায় আজ ফোন করেছিলেন। উনি বললেন, আপনিই এই সম্মানের যোগ্য তাই আপনার হয়েই আমি এই পুরস্কার গ্রহণ করলাম।' বিষয়টি তাঁর অত্যন্ত ভাল লেগেছে বলে উল্লেখ করেন ট্রাম্প। একইসঙ্গে সহাস্যে বলেন, 'আমি কিন্তু ওঁকে বলিনি, পুরস্কার আমায় দিয়ে দাও। আমি তো ওঁকে শত শত মানুষের প্রাণ বাঁচাতে সাহায্যই করেছি।'
{link}
এদিকে, ভেনিজুয়েলার নোবেল পুরস্কার প্রাপ্ত সমাজকর্মী তথা বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো এই সম্মানের কেবলমাত্র নিজের দেশের মানুষকেই নয়, উৎসর্গ করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্পকে। এক্স পোস্টে তিনি লেখেন, 'ভেনেজুয়েলার যে সকল মানুষ এতকাল নির্যাতন সহ্য করে এসেছেন, এই সম্মান তাদের উৎসর্গ করলাম। এবং এই সম্মান উৎসর্গ করব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, কারণ তিনি আমাকে সর্বদা সাহায্য করেছেন।' অবশ্য মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার পর হোয়াইট হাউস নোবেল কমিটির উপর ক্ষোভ উগরে দেয়। মেধা না দেখে রাজনীতি করেছে নোবেল কমিটি, এমন অভিযোগও তোলে ওভাল অফিস। এক্স হ্যান্ডলে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প এরপরও একের পর এক শান্তি চুক্তি করবেন। যুদ্ধ থামাবেন, প্রাণ বাঁচাবেন। উনি মানবিক এবং তাঁর মতো এ জগতে আর কেউ নেই যিনি নিজের মনের ইচ্ছেয় পাহাড় টলাতে পারেন।'
{ads}