শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সৌন্দর্য প্রতিযোগিতা নিখুঁত বেছে নেওয়ার তুলাদণ্ড বললে খুব একটা ভুল হয় না। সব কিছুই এখানে মেপে নেওয়া হয় নিক্তিতে। ব্যাকরণসম্মতভাবে যা সুন্দর, তা-ই হয় প্রশংসিত, তা-ই হয় আদৃত। সেই বিচারের মঞ্চে যাতে কোনও রকম ভাবেই পিছিয়ে যেতে না হয়, তার জন্য প্রতিযোগীরা থাকেন দুরূহ রুটিনের মধ্যে। কখনও কখনও তা তাঁদের স্বাস্থ্যেও প্রভাব ফেলে বইকি, তখন প্রশ্ন ওঠে বিচারের পদ্ধতি নিয়ে! মিস ইউনিভার্স জামাইকার পতনও কি সেই দিকেই আঙুল তুলল? ব্যাঙ্ককে মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডের প্রতিযোগিতা চলাকালীন নাটকীয়ভাবে পড়ে যাওয়ার পর মিস ইউনিভার্স ২০২৫ জামাইকা গ্যাব্রিয়েল হেনরি সবার মনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছেন।
{link}
ঘটনাটি সরাসরি সম্প্রচারিত তো হয়েছেই এবং এখন অনলাইনেও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। বুধবার থাইল্যান্ডের পাক ক্রেটের ইমপ্যাক্ট এরিনায় ইভনিং গাউন সেগমেন্ট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। কমলা রঙের একটি উজ্জ্বল গাউন পরে হেনরি আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চ দিয়ে হেঁটে চলেছিলেন, ঠিক তখনই তিনি র্যাম্পের ধার থেকে নীচে পড়ে যান। হঠাৎ করেই তিনি পড়ে যাওয়ার ফলে দর্শকরা আতঙ্কিত হয়ে তাঁদের আসন থেকে লাফিয়ে উঠে পড়েন। মিস ইউনিভার্স অর্গানাইজেশনের সভাপতি রাউল রোচা এবং অনুষ্ঠানের ডিরেক্টর নাওয়াত ইতসারাগ্রিসিলকে সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে আসতে দেখা যায়।
{ads}