শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ফের বাংলাদেশে গৃহীত হল বিতর্কিত সিদ্ধান্ত। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ইসলামিক গোষ্ঠীর নির্দেশে বাংলাদেশে সংগীত ও শারীরচর্চার শিক্ষক নিয়োগ বাতিল করেছে ইউনুস প্রশাসন। এর ফলে খুব স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছে দেশের জনসমাজ। শোনা যাচ্ছে, বাংলাদেশে প্রাথমিক স্কুলে সঙ্গীত ও শারীরশিক্ষা (physical education) শিক্ষক নিয়োগ করার পরিকল্পনা বাতিল করে দিয়েছে মহম্মদ ইউনুসের সরকার। কিছুদিন আগেই হেফাজত-ই-ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ কিছু ইসলামিক গোষ্ঠী বলেছিল সঙ্গীত ও শারীরশিক্ষা পদ “অ-ইসলামিক”। এর বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছিলেন। সেই দাবি পূরণ না হলে, প্রতিবাদে পথে নামার হুমকিও দিয়েছিলেন। ঠিক এর পরেই ইউনুস সরকারের এই সিদ্ধান্ত।
{link}
সমালোচকরা ইউনুস সরকারের তুলোধনা করে বলেছেন যে, বাংলাদেশে সাংস্কৃতিক ফ্যাসিজম চলছে। বাতিল করে দেওয়া এই পদগুলি আবার ফিরে আনার দাবিতে সুর চড়েছে বাংলাদেশে। জানা গিয়েছে, যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল তাতে উল্লেখ ছিল জেনারেল, ধর্ম, সঙ্গীত ও ফিজিক্যাল এডুকেশনের জন্য অ্য়াসিস্টেন্ট টিচার পদে নিয়োগ করা হবে। তবে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রক সেই সিদ্ধান্ত বদল করে বিজ্ঞপ্তি থেকে সঙ্গীত ও শারীরশিক্ষা বাদ দিয়ে দেয়। ঢাকা ট্রিবিউন-কে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস সরকারের মুখপাত্র মাসুদ আখতার খান এই নিয়োগ বাতিলের সপক্ষে যুক্তি দিয়ে বলেন যে অল্প সংখ্যক পোস্ট কোনও কার্যকরী ফল দেবে না। তাই সেগুলি বাদ দেওয়া হয়েছে।
{ads}