শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের শুল্কযুদ্ধ কি এখন ইতিহাস? ট্রাম্প কি শুল্কযুদ্ধ নতুন করে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে? তেমনই মনে করছে কূটনৈতিক মহল। সোমবার গাজা শান্তি সম্মেলন। মিশরের শার্ম-আল-শেখের এই সম্মেলনে আমন্ত্রণ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসি তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন শনিবার। যদিও, মোদি মিশরে যাচ্ছেন কিনা সেই বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
{link}
সাম্প্রতিক অতীতের শুল্ক যুদ্ধ এবং এইচ১বি ভিসার সমস্যা জট বাড়িয়েছে দুই দেশের সম্পর্কে। এরপরেও, মোদিকে আমন্ত্রণ জানানো বুঝিয়ে দিচ্ছে মধ্য প্রাচ্য এবং আমেরিকার কাছে ভারতের গুরুত্ব কতটা। মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, সোমবার বিকেলে শার্ম আল-শেখে আবদেল ফাতাহ আল-সিসি এবং ট্রাম্পের যৌথ সভাপতিত্বে ‘শান্তি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সেখানে ২০ টিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন। ৫০ শতাংশ শুল্ক এবং H1B ভিসার খরচ বাড়িয়ে দেওয়ায় ধাক্কা খেয়েছে ভারত-আমেরিকা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক। এরই মাঝে এসসিও সম্মেলনের মঞ্চে সখ্য বেড়েছে ভারত, চিন এবং রাশিয়ার। এই সমস্যা পিছনে ফেলে ট্রাম্পকে ফোন করেন মোদি। গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার সাফল্যে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। এই আবহে, মোদি সম্মেলনে যোগ দিলে সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি দেখা হবে তাঁর। পাশাপাশি মধ্য প্রাচ্যে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পাবে ভারত। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত যে আরো এক ধাপ এগিয়ে গেলো তা বোঝাই যাচ্ছে।
{ads}