header banner

Narendra Modi: দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলনে বড় সাফল্য মোদীর! কি করলেন তিনি?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নিন্দুকেরা অবশ্য ব্যঙ্গকরে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন দেশে থাকেন তার থেকে বেশিদিন বিদেশে থাকেন। কিন্তু একথা ঠিক আন্তর্জাতিক ক্ষেত্রে মোদীর একটা বিশেষ স্থান আছে - যা আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর ছিল না। গত তিনদিনের সফরে মোদী দক্ষিণ আফ্রিকায় ছিলেন। যোগ দিয়েছিলেন জি-২০ শীর্ষ সম্মেলনে। প্রধানমন্ত্রী সফর ঘিরে দক্ষিণ আফ্রিকার বাসিন্দাদের মধ্যে দেখা গিয়েছে উচ্ছ্বাস। বিশ্ব রাজনীতি তিনি যেমন পরিচিত একটা মুখ, ঠিক তেমনই যুব প্রজন্মের কাছে তাঁর জনপ্রিয়তা অন্যান্য রাষ্ট্রনেতাদের তুলনায় অনেকটাই বেশি। সুতরাং, মোদীর আগমনে একটা জনজোয়ার তৈরি হবে তা সন্দেহাতীত। গত ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়কালে একাধিক বৈঠক করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি, অস্ট্রেলিয়া-কানাডার সঙ্গে ‘ত্রিশক্তি’ গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

{link}

  শীর্ষ সম্মেলনে যোগদানের পর থেকে বৈঠক, আলাপ, হাত মেলানো, ভাষণ-সহ প্রতি মুহুর্তের ছবি-ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। আর সেই পোস্ট ঘিরেই দেখা গিয়েছে নেটিজেনদের উচ্ছ্বাস। মূলত দক্ষিণ আফ্রিকার মানুষদের উচ্ছ্বাস। মোদীর বক্তব্য হোক বা বৈঠক, সবেতেই একটা ইতিবাচক মন্তব্য করেছেন তাঁরা। ২৩ তারিখ অর্থাৎ জি-২০ শীর্ষ সম্মেলনের শেষ দিনে ইতালির প্রধানমন্ত্রী জোর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেরেছেন বৈঠকও। এই সম্মেলনের শেষ দিনে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘জোহানেসবার্গে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলন এই বিশ্বের বিকাশ ও সমৃদ্ধিতে যথার্থ অবদান রাখবে।'

{ads}

Modi Narendra Modi News South Africa G20 Summit South Africa G20 Summit Amit Shah International News Bengali News সংবাদ নরেন্দ্র মোদি খবর দক্ষিণ আফ্রিকা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article