header banner

Iran: গ্রেফতার নোবেলজয়ী নার্গিস! নিজস্ব ফ্যাসিস্ট ধর্মে ফিরল ইরান, বিশ্বজুড়ে প্রতিবাদ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: খবরটা সম্প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেন প্রতিবাদ শুরু হয়েছে। বিশ্বের শান্তিকামি মানুষ ধিক্কার জানিয়েছে ইরানের সরকারকে। ইরানে গ্রেপ্তার হলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। তাঁর সংস্থা ‘নার্গিস ফাউন্ডেশন’-এর দাবি, মাশহাদ শহরে আইনজীবী খোসরু আলিকোরদিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মোহাম্মদি। সেখান থেকেই মারধর করার পর ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কারজয়ীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এই তথ্য প্রকাশ্যে আসার পর নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। ইরানে মহিলাদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তাঁর উদ্যোগ এবং মানবাধিকারের জন্য লড়াইয়ে অবদানের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল তাঁকে। 

{link}

  কিছুদিন আগেই মৃত্যু হয়েছে আইনজীবী খোসরু আলিকোরদির। নিজের কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে খোসরু আলিকোরদির স্মরণসভায় যোগ দিতে গিয়েছিলেন নার্গিস। দুই দশক ধরে বেশিরভাগ সময়ই তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কাটিয়েছেন। মানবাধিকারের বিষয়ে কারাগারে থেকেও সরব ছিলেন নার্গিস। গত বছরের ডিসেম্বর মাসে চিকিৎসার জন্য তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। তারই মাঝে ফের গ্রেপ্তার হলেন তিনি।

{ads}

Iran Fascism Iran Government Nargis Arrest Nargis Iran Nobel Peace Prize Peace Prize Woman of Iran সংবাদ ইরান ইরান খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article