header banner

Congo Flight Accident: কঙ্গোতে রানওয়েতে বিমানে আগুন! কপাল জোরে বাঁচলেন মন্ত্রীসহ ১৯ যাত্রী

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি চার্টার্ড বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই বিমানে ছিলেন দেশটির শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার ১৯ জন সফরসঙ্গী। তবে আগুনে বিমানটি ধ্বংস হয়ে গেলেও ভাগ্যজোরে বেঁচে গেছেন মন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সোমবার সকালে রাজ ডি আর কঙ্গোর লুয়ালাবা জেলার কোলওয়েজি বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা। দুর্ঘটনার একাধিক ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

{link}

ভিডিওতে দেখা যায়, বিমানের চাকা মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে থরথর করে কাঁপছিল বিমানটি। তবে দুর্ঘটনার পরপরই অত্যন্ত দ্রুততার সঙ্গে মন্ত্রী-সহ ১৯ জনকেই নিরাপদ নামিয়ে আনা হয় বিমান থেকে। মন্ত্রী ও তার সফরসঙ্গীরা নেমে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের পেছনের অংশে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। চারদিক ভরে যায় কালো ধোঁয়ায়। প্রাণ হাতে করে দৌড় শুরু করেন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, অবতরণ করার সময়ে বিমানটির চাকা পিছলে গিয়েছিল। আগুন ধরে যাওয়ার মূল কারণ এটাই।

{ads}

Flight Accident Congo Flight Congo Flight Accident News Bengali News West Bengal News International News Congo News Africa সংবাদ কঙ্গো বিমান দুর্ঘটনা

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article