header banner

International Politics: বন্ধু-শত্রুর নয়া সমীকরণ! দক্ষিণ কোরিয়া ও চিনের নয়া রসায়নে ক্ষুব্ধ উত্তর কোরিয়া

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পাল্টে যাচ্ছে বিশ্ব রাজনীতির শক্তির বিন্যাস। আজ যে শত্রু কাল সে মিত্র। এই অবস্থাতেই ভেনেজুয়েলা আক্রমন করে তাদের প্রেসিডেন্টকে বন্দি করেছে আমেরিকা। এই অবস্থায় বিশ্বের অন্যপ্রান্তে বেজে উঠল যুদ্ধে ডঙ্কা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিন ভ্রমণের সময় সমুদ্রের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া।
বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির চেনা ছক। এশিয়া মহাদেশে আমেরিকার অন্যতম বন্ধু দক্ষিণ কোরিয়া যাচ্ছে চিনের সঙ্গে আলোচনা করতে। এই সফরে কোরিয়া উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এদিকে, মাদুরোকে নিজের প্রাসাদ থেকে তুলে এনে রাষ্ট্রনেতাকে ‘অপহরণ’ করাকে প্রায় সরকারি সিলমোহর দিয়েছে আমেরিকা। এই অবস্থায় তাইওয়ান নিয়ে চোখ রাঙানো শুরু করেছে চিন।

{link}

  এই অবস্থায় কে কার বন্ধু, আর কে কার শত্রু তা ঘেঁটে যাচ্ছে প্রতিদিন। এই অবস্থায় দক্ষিনের প্রেসিডেন্টের চিনযাত্রায় শঙ্কিত কিম। গত দু’মাসে, এই প্রথমবার মিসাইল ছুঁড়েছে পিয়ংইয়ং। জানা গিয়েছে, চিনের সঙ্গে আলোচনায় উত্তরের পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয়ে কথা হতে পারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের। এই কথা জেনেই রবিবার সকালে দেশের উত্তর-পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিমে জং উনের দেশ। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর কোরিয়ার রাজধানী অঞ্চল থেকে সকাল ৭.৫০ নাগাদ মিসাইল ছোঁড়া হয়েছে। প্রায় ৯০০ কিলোমিটার ভ্রমণ করে এই ক্ষেপণাস্ত্র।

{ads}

North Korea South Korea Taiwan China Taiwan Relation USA China Conflict Bengali News সংবাদ দক্ষিণ কোরিয়া সংবাদ চিন দক্ষিণ কোরিয়া সম্পর্ক

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article