header banner

Afghanistan-Pakistan War: যুদ্ধবিরতি লঙ্ঘনের ইঙ্গিত! ফের আফগানিস্তানকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ পাকিস্তানের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহ যুদ্ধবিরতির পরে আবার তালিবান সরকারকে যুদ্ধের হুমকি পাকিস্তানের। তুরস্কের মধ্যস্থতায় আবার দুই দেশ আলোচনায় বসবে এমন কথাই জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে দু’দেশের মধ্যে থাকা সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে তুরস্কে দ্বিতীয় দফার আলোচনায় বসেছে পাকিস্তান এবং আফগানিস্তানের নেতারা। তার মাঝেই এবার আফগানিস্তানকে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ। বলেন, “যদি শান্তি আলোচনা ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানের কাছে আর কোনও রাস্তা থাকবে না। আমরা সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যেতে বাধ্য হব।” গত শনিবার কাতারের রাজধানি দোহায় প্রথম দফার শান্তি আলোচনায় যোগ দিয়েছিলেন দুই দেশের বিদেশমন্ত্রীরা। কাতারের পাশাপাশি মধ্যস্থতার দায়িত্বে ছিল তুরস্ক। 

{link}

কাতারের বিবৃতিতে জানানো হয়, দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। উভয়পক্ষই স্থায়ী শান্তি এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু পরে জানা যায়, আদতে দু’দেশের মধ্যে কোনও রফাসূত্র মেলেনি। তাই দ্বিতীয় দফার আলোচনা করতে শনিবার তুরস্কে হাজির হয়েছেন দু’দেশের প্রতিনিধিরা। তার মাঝেই হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী। সম্প্রতি কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। তারপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার নেয়। সীমান্তে দুই দেশের গুলির লড়াইয়ে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। এরপর পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি হয়। সেই মেয়াদ শেষের আগেই ঘোষণা করা হয় দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে তার আগেই আফগানিস্তানে ফের হামলা চালায় পাকিস্তান। পাক আক্রমণে মৃত্যু হয় তিন ক্রিকেটার-সহ অন্তত আট জনের। সেই ঘটনার পরেই আবার হুমকি পাকিস্তানের।

{ads}

Afghanistan News Pakistan News War Afg Pak War International News Today Bengali News সংবাদ পাকিস্তান আফগানিস্তান

Last Updated :

Related Article

Latest Article