header banner

Bangladesh: আবার বাংলাদেশে খুন হিন্দু যুবক! নিরাপত্তা নিয়ে উদাসীন ইউনুস সরকার

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মুখে ইউনুস যাই বলুন না কেন, বাংলাদেশের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। প্রায় সবটাই চলে গেছে পাকিস্তানপন্থী মৌলবাদীদের হাতে। আর তার পরিনামেই সোমবার রাতে ঘটে গেলো আরো এক হিন্দু যুবক হত্যা। এবারের ঘটনাস্থল ফেনির দাগনভুইঞা। সেখানকার এক অটোরিকশা চালককে সোমবার রাতে পিটিয়ে খুন করে, গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। পরিসংখ্যান বলছে, এনিয়ে গত একমাসে ৮ জন হিন্দু খুন হলেন ইউনুসের বাংলাদেশে। এসব ধারাবাহিক ঘটনা থেকেই স্পষ্ট, মুখে যাই বলুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস, সংখ্যালঘুদের নিরাপত্তায় পুরোপুরি উদাসীন তাঁর প্রশাসন। একইসঙ্গে মৌলবাদীদের প্রতি প্রচ্ছন্ন মদতও রয়েছে। জানা গিয়েছে, ফেনির দাগনভুইঞার বাসিন্দা বছর আঠাশের সমীর কুমার দাস। তিনি পেশায় অটোরিকশা চালক।

{link} 

  সোমবার তিনি কাজ সেরে বাড়ি ফেরার পথে ফেনি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে। প্রাথমিকভাবে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। বাধা দেন সমীর। এরপরই তাঁকে পিটিয়ে খুন করে অটোরিকশাটি নিয়ে পালায় দুষ্কৃতীরা। পরে স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে উদ্ধার হয় সমীরের রক্তাক্ত মৃতদেহ। দাগনভুইঞা থানার ওসি মহম্মদ ফয়জুল আজিম জানিয়েছেন, ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। কারা এমনটা ঘটাল, সে বিষয়ে এখনও অন্ধকারে পুলিশ। গত বছরের শেষে ময়মনসিংহে দীপু দাস খুনের পর থেকে হিন্দু নিরাপত্তা জোরদারের বদলে আরও শিথিল হয়ে গিয়েছে। দীপু দাসের পর থেকে একে একে বাংলাদেশের বিভিন্ন স্থানে বেছে বেছে হিন্দু নিধনের খবর প্রকাশ্যে এসেছে। শেষতম ব্যক্তি হিন্দু সংস্কৃতিকর্মী তথা গায়ক, আওয়ামি লিগ সমর্থক প্রলয় চাকী। পুলিশ হেফাজতে তাঁর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সোমবারই। এরপর মঙ্গলবার সকালে প্রকাশ্যে এল সমীর দায়ের হত্যাকাণ্ড।

{ads}

Bangladesh News Bangladesh Hindu Killings Pakistan Md Yunus News Today Hindu Man সংবাদ বাংলাদেশ হিন্দু হত্যা হিন্দু হত্যা ভারত বাংলাদেশ সম্পর্ক

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article