header banner

Pak-Afg War: সংঘর্ষ-বিরতিকে তোয়াক্কা না করে ফের আফগানিস্তানকে আক্রমন পাকিস্তানের! মৃত ৩ ক্রিকেটার

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক কোনো নিয়মকেই মানতে রাজি না পাকিস্তান। সদ্য দুই দেশ সংঘর্ষ বিরতি মেনে নিলেও পাকিস্তান আবার আক্রমন করল আফগানকে। শুক্রবার ফের আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান। এয়ারস্ট্রাইকে ৩ ক্রিকেটার সহ কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিজেরাই সংঘর্ষ বিরতি চেয়ে, আবার সেই সংঘর্ষবিরতি ভাঙায় ক্ষাপ্পা আফগানের তালিবান প্রশাসন। এর যোগ্য জবাব দেবে কাবুল, এমনটাই জানিয়েছেন তালিবানের এক শীর্ষকর্তা। চলতি সপ্তাহে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। হামলা, পাল্টা হামলায় বহু মানুষের মৃত্য়ু হয়েছে। পাকিস্তানের বহু সেনারও মৃত্যু হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েই পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতির আবেদন করা হয়েছিল। আফগানিস্তান সেই প্রস্তাব গ্রহণ করে। ৪৮ ঘণ্টার জন্য সংঘর্ষ বিরতি ঘোষণা হয়, কিন্তু পাকিস্তান নিজেই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আফগানিস্তানে হামলা চালাল। 

{link}

আফগানিস্তানের তরফে জানানো হয়েছে পাকতিকা প্রদেশের তিন জায়গায় বোমা বর্ষণ করেছে পাকিস্তান। এই হামলায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জন ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, উরগুন থেকে সারানায় খেলতে গিয়েছিল তারা। নিহত আফগান ক্রিকেটারদের নাম কবীর, হারুন ও শিবঘাতুল্লা।আফগানিস্তান এই হামলার প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এই সিরিজ খেলার কথা ছিল। আফগানিস্তান জানিয়েছে, তারা আর খেলবে না। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার সময়ই তালিবান সরকারের মুখপাত্র জ়াবিহুল্লাহ মুজাহিদ নিজেদের সেনাদের আক্রমণ করতে বারণ করেছিলেন, যদি না পাকিস্তান আগে আক্রমণ করে। তালিবান নেতা প্রকাশ্যেই বলেন, “যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে তোমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজেদের দেশকে রক্ষা করার।”

{ads}

Pakistan Afghanistan Pakistan War Afghanistan War War News International News সংবাদ আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article