header banner

Pakistan Blast: ইসলামাবাদে বিস্ফোরণ! সোজাসুজি কাবুলকে হুমকি পাকিস্তানের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রথমেই পাকিস্তান ওই বিস্ফোরনের দায় ভারতের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলো। কিন্তু পড়ে ওই বিস্ফোরনের দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। তারপরই কাবুলকে হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। বলেন, “একই ভাষায় উত্তর দেব।” এবার কি তাহলে সম্মুখ সমরে আসবে দুই দেশ? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে। পাক সংবাদমাধ্যকে দেওয়া একটি সাক্ষাৎকারে খোয়াজা বলেন, “পাকিস্তান কখনই যুদ্ধের পথে যেতে চায় না। কিন্তু আমাদের ভূখণ্ডে কোনও আগ্রাসন হলে, তার কড়া জবাব দেবে পাকিস্তান।” এমনিতেই ডুরান্ড লাইনকে কেন্দ্র করে গত মাস থেকে সংঘাত শুরু হয়েছে আফগানিস্তানের তালিবান ও পাকিস্তানের মধ্যে।

{link}

  সংঘর্ষের জেরে দুই তরফের ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে তুরস্কে তৃতীয় দফার শান্তি আলোচনায় বসেছিলেন দু’দেশের নেতার। কিন্তু সেই শান্তি আলোচনায়ও ব্যর্থ হয়। এই পরিস্থিতিতেই ইসলামাবাদের বুকে হামলা চালায় আফগান মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠীটি। ওয়াকিবহাল মহলের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে আরও জটিল হতে পারে দু’দেশের সম্পর্ক।

{ads}

Pakistan Blast News Islamabad Blast Khawaja Asif Asim Munir Terror Attack India Vs Pakistan পাকিস্তান পাকিস্তান খবর পাকিস্তান বিদ্রোহ

Last Updated :

Related Article

Latest Article