header banner

Pakistan Afghanistan Relation: শান্তি আলোচনা ব্যর্থ! আফগানিস্তানের উপর প্রতিশোধ নিতে মরিয়া পাকিস্তান

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পাক-আফগান শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ পাকিস্তান। এই পরিস্থিতিতে মাঝে মাঝেই ছোটখাট যুদ্ধ বেঁধে যাচ্ছে দুই দেশের মধ্যে। এবার পাকিস্তান অত্যাচার শুরু করেছে  আফগান উদ্বাস্তুদের উপর। খোদ রাষ্ট্রসংঘের রিপোর্টে সামনে এল চাঞ্চল্যকর সেই তথ্য। যেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানে থাকা আফগান উদ্বাস্তুদের ধরে ধরে জেলবন্দি করা হচ্ছে। গত এক সপ্তাহে এই গ্রেপ্তারি বেড়েছে ১৪৬ শতাংশ। পাকিস্তানে থাকা আফগান উদ্বাস্তুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক কমিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। যেখানে বলা হয়েছে, মাত্র এক সপ্তাহে পাক সরকার ৭,৭৬৪ জন আফগান নাগরিককে গ্রেপ্তার অথবা আটক করেছে। যা আগের সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি। 

{link}

  সবচেয়ে বেশি গ্রেপ্তারি দেখা গিয়েছে বালোচিস্তানে। মোট গ্রেপ্তারির ৮৬ শতাংশ এখানেই হয়েছে। প্রতিবেদনে বলে হয়েছে, ১ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে গ্রেপ্তার এবং আটকের সংখ্যা ১৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭৭ শতাংশ আফগান নাগরিক কার্ড (ACC) ধারক এবং অনথিভুক্ত আফগান উদ্বাস্তু নাগরিক, বাকি ২৩ শতাংশ প্রুফ অফ রেজিস্ট্রেশন (POR) কার্ডধারী উদ্বাস্তু। শুধু তাই নয় রিপোর্টে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারী থেকে ১ নভেম্বরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গ্রেপ্তার এবং আটকের ঘটনা ঘটেছে পাকিস্তানের চাগি, অ্যাটক এবং কোয়েটা জেলায়।

{ads}

Pakistan War Afghanistan Pakistan Afghanistan War International News Bengali News Peace Talks সংবাদ পাকিস্তান খবর আফগানিস্তান

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article