শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পাকিস্তান থেকে নিজেদের স্বাধীনক রাষ্ট্র গঠনের দাবিতে পাকিস্তান মাঝে মাঝেই উত্তাল হচ্ছে। কখনো PoK, কখনো বালুচস্থান আবার কখনো সিন্ধু প্রদেশ। পাকিস্তান থেকে আলাদা হয়ে সিন্ধুদেশ গড়ার দাবিতে উত্তাল বন্দর শহর করাচি। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি করে আন্দোলনকারীরা, চালানো হয় ভাঙচুরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানো নামানো হয় সেনা। রবিবার ছিল সিন্ধি সাস্কৃতিক দিবস। সেদিনই করাচির রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা। তাদের দমন করতে নামে সেনা। তখনই দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। সিন্ধদের সংগঠন JSSM-এর ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। করাচির জনবহুল রাস্তায় পাক সরকার ও প্রশাসনের মুণ্ডুপাত করা হয়। পাকিস্তান মুর্দাবাদ শ্লোগান দেওয়া হয়। শেহবাজ শরিফের পদত্যাগের দাবিও ওঠে। তারপরই বিক্ষুব্ধদের উপর লাঠিচার্জ করে পুলিশ ও সেনা জওয়ানরা।
{link}
দিশেহারা পাকিস্তান সরকার।এদিকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে হাজার হাজার প্রতিবাদী। পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলন প্রতিরোধে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে পুলিশ। সাময়িকভাবে ঘটনাস্থল থেকে আন্দোলনরতরা পিছু হটলেও তারা ভাঙচুর শুরু করে। দুই পক্ষের সংঘর্ষের জেরে জখম হন একাধিক জন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে, পাঁচজন পুলিশ কর্মী আহত হয়েছেন। তারপরই সরকারের তরফে পুলিশকে সম্পত্তির ক্ষতি এবং যানবাহন ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে।
{ads}