header banner

Bangladesh-Pakistan Relation: বাংলাদেশকে ১ লক্ষ টন চাল পাঠাচ্ছে ‘বন্ধু’ পাকিস্তান

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনা পর্বের পরে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক বেশ ঘনিষ্ট হয়ে ওঠে। এর মূল কারণ বাংলাদেশের ভারত বিরোধিতা। এখন তো ওই দুই দেশের বন্ধুত্ব বেশ ঘনিষ্ঠ। সূত্রের খবর, বাংলাদেশকে ১ লক্ষ টন চাল পাঠাচ্ছে ‘বন্ধু’ পাকিস্তান। ইতিমধ্যেই চাল কেনার দরপত্র আহ্বান করেছে শাহবাজ সরকার। জানা যাচ্ছে, ঢাকায় রপ্তানির জন্যই বিশেষভাবে এই চাল কেনার দরপত্র ডাক হয়েছে। শেখ হাসিনার পতনের পরই ক্রমশ কাছাকাছি আসতে শুরু করে বাংলাদেশ এবং পাকিস্তান। ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে একাধিকাবার বার্তাও দিয়েছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। অন্যদিকে, শাহবাজের গলাতেও একই সুর শোনা গিয়েছিল। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশে চাল রপ্তানির সিদ্ধান্ত নিল পাকিস্তান।

{link}

  সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজারে চালের দাম অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। সমস্যায় পড়েছেন দাম নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ করে ইউনুস সরকার। চাল আমদানির জন্য বেশ কিছু দরপত্রও ডাকা হয়েছে। এই আবহে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘বন্ধু’ পাকিস্তান। উল্লেখ্য, অক্টোবর মাসে বাংলাদেশের বাজারে মোটা চালের দাম ছিল ৫২.৪৩ টাকা (বাংলাদেশি মুদ্রায়), মাঝারি দানার চালের দাম ছিল ৬২.৪৩ টাকা (বাংলাদেশি মুদ্রায়) এবং সরু দানার চালের দাম ছিল ৭৭.১০ টাকা (বাংলাদেশি মুদ্রায়)।

{ads}

Bangladesh Pakistan Rice Export Rice Import Bangladesh News India Bangladesh Relation সংবাদ বাংলাদেশ খবর চাল রফতানি পাকিস্তান

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article