header banner

India Pakistan Relation: ভারতের নিয়ন্ত্রণরেখা বরাবার ৩০ টিরও বেশি অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন পাকিস্তানের! কেন জানেন?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পাকিস্তান কি ভারতের সঙ্গে যুদ্ধর প্রস্তুতি নিচ্ছে? নাকি 'অপারেশন সিঁদুর ২' এর ভয় পেয়ে আগের থেকেই প্রস্তুতি নিচ্ছে? ভারত ‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্য তৈরি। আর এবারের অপারেশন হবে আরও বেশি ভয়ানক। কিছুদিন আগেই এই কথা জানিয়েছেন পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। এরপরেই নড়েচড়ে বসেছে পাক সেনা। পাক অধিকৃত কাশ্মীরে এলওসি-জুড়ে বাড়িয়েছে নিরাপত্তা। অপারেশন সিন্দুর ২.০ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে, গোয়েন্দা তথ্য বলছে রাওয়ালকোট, কোটলি এবং ভিম্বর সেক্টরে কাউন্টার-আনম্যানড এরিয়াল সিস্টেম (সি-ইউএএস) এর নতুন করে বসাচ্ছে পাকিস্তান।নিয়ন্ত্রণ রেখা বরাবর ৩০টিরও বেশি অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করেছে পাকিস্তান।

{link}

  জানা গিয়েছে, মুরীতে ১২তম পদাতিক ডিভিশন এবং কোটলি-ভিম্বর অক্ষ বরাবর ২৩তম পদাতিক ডিভিশনকে মোতায়েন করা হচ্ছে। এই পদক্ষেপ, নিয়ন্ত্রণ রেখার আকাশসীমায় নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধক্ষমতা জোরদার করার চেষ্টা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাওয়ালাকোটে কাউন্টার-ড্রোন ব্যবস্থা ২য় আজাদ কাশ্মীর ব্রিগেড পরিচালনা করে। এই ব্রিগেড পুঞ্চ সেক্টরে পাক সেনার কর্মকাণ্ড পরিচালনা করে। কোটলিতে, দায়িত্ব রয়েছে ৩য় আজাদ কাশ্মীর ব্রিগেডের উপর। এই ব্রিগেড রাজৌরি, পুঞ্চ, নওশেরা এবং সুন্দরবানীর দিকের সেক্টরগুলিতে সক্রিয়। অন্যদিকে ভিম্বর সেক্টরটি ৭ম আজাদ কাশ্মীর ব্রিগেড পরিচালনা করছে বলে জানা গিয়েছে।

{ads}

India Pakistan India Pakistan war Bengali News Pakistan Operation Sindoor War ভারত পাকিস্তান দ্বন্দ্ব সংবাদ আন্তর্জাতিক খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article