শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: না, সেই ৭৫টি দেশের তালিকায় ভারত নেই। কিন্তু ট্রাম্পের এই ধরনের হটকাঠি সিদ্ধান্তের প্রতিবাদ করেছে বহু দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, যে সব দেশ থেকে নাগরিকরা আমেরিকায় এসে সরকারি সুযোগ-সুবিধা নিতে পারে, সেই সমস্ত দেশের নামই তালিকায় রাখা হয়েছে। আমেরিকায় নিজেদের জীবন-যাপনে সক্ষম নন, সরকারি সাহায্যের ভরসায় যারা থাকবেন, এমন ব্যক্তিদের আমেরিকায় ঢোকা আটকাতেই ইমিগ্রান্ট বা অভিবাসী ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পের মতে, আমেরিকানদের পকেট থেকে টাকা নিয়ে সে দেশে বসবাস করছে অন্য দেশের নাগরিকরা। এই প্রক্রিয়া আটকাতেই ভিসা বন্ধের সিদ্ধান্ত। এভাবে হঠাৎ করে এমন হটকারি সিদ্ধান্ত নিলে বিপদে পড়েন বহু মানুষ।
{link}
কতদিন এই ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে, সে বিষয়ে স্প্ষ্ট করে কিছু জানানো হয়নি। মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, ইতিমধ্যেই সমস্ত কনস্যুলার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে পাকিস্তান, বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া যেন বন্ধ করে দেওয়া হয়। ২১ জানুয়ারি থেকে এই নতুন নির্দেশ চালু হবে। তবে যারা নন-ইমিগ্রান্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসায় আমেরিকা যেতে চাইবেন, তাদের কোনও সমস্যা হবে না। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাস থেকেই ট্রাম্প প্রশাসন ভিসার নিয়মে কড়াকড়ি করেছে। আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ও অ-অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ করেছে।
{ads}