header banner

Pakistan: কাঁপছে পড়শি দেশ! আত্মঘাতী জঙ্গি হামলায় জ্বলে উঠল পেশোয়ার

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে আবার আত্মঘাতী জঙ্গি হামলা। পাকিস্তানের একদিকে PoK বিদ্রোহ ও অন্যদিকে বলোচ বিদ্রোহীদের আন্দোলন। তার মধ্যেই পেশোয়ারে আত্মঘাতী বিস্ফোরণ - কিছুটা দিশেহারা পাকিস্তান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দপ্তরের ভিতরে গুলি চলেছে। বিস্ফোরণের আওয়াজও পেয়েছেন স্থানীয়রা। কারা কোন উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্র মারফত জানা গিয়েছে, অন্তত দু’জন ফিদায়েঁ জঙ্গি হামলা চালিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এই জঙ্গি হামলায়। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, সোমবার সকালে পেশোয়ারের আধাসেনা সদর দপ্তরে ঢুকে পড়ে দুই আত্মঘাতী জঙ্গি। মূল ফটকের সামনে বিস্ফোরণ ঘটায় প্রথম ফিদায়েঁ জঙ্গি। সম্ভবত দু’টি বিস্ফোরণ ঘটিয়েছে সে। দ্বিতীয়জন ঢোকে ঘাঁটির ভিতরে। সেখানে গুলি চালানোর পরে বিস্ফোরণ ঘটিয়েছে আত্মঘাতী জঙ্গি, এমনটাই প্রাথমিকভাবে অনুমান। 

{link}

  আপাতত গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। চলছে তল্লাশি। আরও বেশ কয়েকজন জঙ্গি দপ্তরে লুকিয়ে রয়েছে বলেও অনুমান আধাসেনা কর্তাদের। পেশোয়ার পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গি হামলায় তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। দুই আত্মঘাতী জঙ্গিও মারা গিয়েছে। সোমবার সকালের এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। বিস্ফোরণের আওয়াজ, গুলি চালানোর আওয়াজ শোনা গিয়েছে বলেই স্থানীয়রা জানিয়েছেন। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ওই এলাকা থেকে।

{ads}

Pakistan News Peshwar Pakistan Terror Attack Terrorist Attack Bengali News India vs Pakistan Pakistan Terror Attack News Peshwar News

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article