শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে মুখখোলা শুরু করেছে ভারত। আমেরিকার সঙ্গে জোর করে বাণিজ্য চুক্তি করানো যাবে না - এই বার্তা দিলেন ভারতের বাণিজ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিলেন, চুক্তিপত্রে স্বাক্ষর করতে ভারতের কোনও তাড়া নেই। সেই সঙ্গেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, অন্য কোনও দেশের ইচ্ছে অনুসারে নিজেদের বাণিজ্যসঙ্গী বাছবে না। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আমেরিকা বহুবারই তীব্র আপত্তি জানিয়েছে। এদিন বাণিজ্যমন্ত্রী নাম না করে আমেরিকাকেই হুঁশিয়ারি দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন পীষূষ গোয়েল। বার্লিন থেকে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলছি। আমেরিকার সঙ্গেও আলোচনা চলছে। কিন্তু আমরা তাড়াহুড়ো করে চুক্তি করি না এবং সময়সীমা বা মাথায় বন্দুক রেখে চুক্তি করি না।”
{link}
প্রসঙ্গত, ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। যেখানে বিদেশি বাজারে প্রবেশাধিকার, পরিবেশগত মান ইত্যাদি নিয়ে আলোচনা চলছে। সেকথা জানিয়ে গোয়েল বলছেন, আমেরিকার ‘শুল্কবোমা’র মোকাবিলায় ভারত নতুন বাজারের দিকে তাকিয়ে আছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বন্ধ দরজার আড়ালে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে লাগাতার আলোচনা হয়েছে। সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিতও মিলছে দু’তরফ থেকে। হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের ঘোষণা করেন ট্রাম্প। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। সব মিলিয়ে বেশ কিছু ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপান তিনি। যদিও ঘরোয়া বাজারে চাপের মুখে সুর নরম করেছে আমেরিকা।
{ads}