header banner

India Bangladesh Relation: বাংলাদেশে চূড়ান্ত পর্যায়ে ভারত বিরোধিতা! বাড়ছে উদ্বেগ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ ধীরে ধীরে নিয়ন্ত্রনে চলে আসে পাকিস্তানের  হাতে। শুরু হয় ভারত বিরোধিতা। সেই বিরোধিতায় চূড়ান্ত জায়গায় পৌছায় শুক্রবার রাতে। বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি স্পষ্ট জানিয়েছিল, ১৯৭১ সালের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে ভারত। সতর্কভাবে বিষয়টি সামলাতে না পারলে ভারতের সমস্যা অনেকটাই বাড়বে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে প্রয়াত হয়েছেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তারপর থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। সংবাদমাধ্যমের দপ্তর থেকে শুরু করে হাই কমিশন-সর্বত্র আগুন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের উত্তেজিত জনতা। ইতিমধ্যেই একাধিক খুনের অভিযোগ আসছে। বদলে যাওয়া বাংলাদেশের প্রতি সরকারের কেমন কূটনৈতিক কৌশল নেওয়া উচিত সেই নিয়ে একগুচ্ছ সুপারিশ করেছে থারুরের নেতৃত্বাধীন কমিটি। 

{link}

  রিপোর্টে বলা হয়েছে, ‘১৯৭১ সালে মানবিকতার বিষয় ছিল। নতুন এক রাষ্ট্র গঠিত হয়েছিল। কিন্তু বর্তমান সমস্যা অনেক গভীর। রাজনৈতিকভাবে পুরো বদলে গিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক দিক থেকেও চিন এবং পাকিস্তানের প্রভাব বাড়ছে সেদেশে, অর্থাৎ ভারত বিরোধিতার পথে এগোচ্ছে ঢাকা। এই সময়টা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্কভাবে সামাল দিতে না পারলে বাংলাদেশও কট্টর ভারতবিরোধী হয়ে উঠবে।” কমিটির সুপারিশ, কোনও বিদেশি শক্তি যেন বাংলাদেশের মাটিতে ঘাঁটি না গাড়তে পারে সেদিকে নয়াদিল্লিকে কড়া নজর রাখতে হবে। সেই সঙ্গে যোগাযোগ, বন্দর এবং পরিকাঠামো গঠনের ক্ষেত্রে বাংলাদেশকে কিছু বিশেষ ছাড় দেওয়ার বিষয়টিও প্রস্তাব করেছে কমিটি। একটা সময়ে নিষিদ্ধ ইসলামিক সংগঠন জামাত-ই-ইসলামিকে যেভাবে রাজনীতির মূলস্রোতে ফেরানো হয়েছে, সেটাও ভারতের মাথাব্যথা বাড়াবে।

{ads}

Bangladesh India Bangladesh Conflict Bangladesh News Bangladesh Protest Bangladesh Update Md Yunus সংবাদ বাংলাদেশ খবর বাংলাদেশ বিক্ষোভ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article