header banner

Superman Comics Book: সিরিজের প্রথম সংস্করণ! ৮১ কোটিতে বিক্রি হল দুষ্প্রাপ্য কমিকস বই

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একেই বলে 'পুরোনো চাল ভাতে বাড়ে।' বাড়ির ধুলো-ময়লা, মাকড়সার জাল ও জিনিসপত্র পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে এল সুপারম‌্যান সিরিজের কমিকসের প্রথম সংস্করণ। রেকর্ড দামে বিক্রি হল সেই শতছিদ্র কমিকস বইটি। মায়ের মৃত্যুর পর পুরনো জিনিস পরিষ্কার করতে গিয়ে সুপারম্যান কমিকসের প্রথম সংস্করণ উদ্ধার করেছেন আমেরিকার সান ফ্রান্সিসকোর বাসিন্দা তিন ভাই। সেই রঙিন কমিকস বইটি টেক্সাসের নিলামঘরে বিক্রি হয়েছে ৮১ কোটি ৩৫ লক্ষ ২৬ হাজার ৬৬৫ টাকায়। নিলামকারী সংস্থার দাবি, পৃথিবীতে এত দামে কোনও কমিকসের বই এর আগে বিক্রি হয়নি। জানা গিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বছর প্রয়াত হন ওই কমিকসের মালকিন এক বৃদ্ধা।

{link}

  তাঁর কাছে বেশ কিছু দুষ্প্রাপ্য কমিকসের বই ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি এবং তাঁর ভাইবোনেরা সেগুলি সংগ্রহ করেছিলেন। বৃদ্ধার মৃত্যুর পর তিন ছেলে বাড়ি পরিষ্কার করতে গিয়ে একগাদা পুরনো রদ্দি সংবাদপত্রের নিচে, একটি কার্ডবোর্ডের বাক্সের ভিতর থেকে উদ্ধার করেন। ওই বৃদ্ধা সন্তানদের তাঁর দুষ্প্রাপ্য কমিকস বইয়ের ভাণ্ডারের কথা বলে গিয়েছিলেন। অবশেষে তিন ছেলে মায়ের বাড়ি বিক্রি করতে গিয়ে তা সাফাই করতে নামেন। নিলামকারী সংস্থা হেরিটেড অকশনের কমিকস বিভাগের ভাইস প্রেসিডেন্ট লোন অ্যালেন জানান, বাড়ি সাফাই করতে কমিকসটির হদিশ পান তাঁরা। বৃদ্ধার সন্তানরা নিলাম কোম্পানিকে খবর দিতেই অ‌্যালেন বিমানে করে চলে আসেন। তাঁরা পরীক্ষা করে জানান, সুপারম্যান নম্বর ওয়ান প্রথম প্রকাশিত হয় ১৯৩৯ সালে। প্রকাশক ছিল ডিটেকটিভ আইএনসি। মাত্র গুটিকতক কপি সে সময় ছাপা হয়েছিল। সেই বইগুলিরই একটি এই কমিকস বইটি।

{ads}

Superman Comics Expensive Books Superman Book Comics Book Best Comics Book Auctioned Comics Book কমিকস বই সুপারম্যান কোটি টাকার বই

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article