শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দুবাইতে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন ভারতের যুদ্ধবিমান। একটি এয়ার শো চলাকালীন ভেঙে পড়ে ভারতের যুদ্ধবিমান তেজস। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, স্থানীয় সময় অনুসারে, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ২ টো বেজে ১০ মিনিট নাগাদ। এই দুর্ঘটনার কারণে, নিহত হয়েছেন যুদ্ধবিমানের পাইলট।
{link}
ইতিমধ্যেই তেজসের দুর্ঘটনা ও পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। এবিষয়ে Indian Air Force –এর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সমাজমাধ্যমে জারি করা বিবৃতিতে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলটের নিহত হওয়ার তথ্যটিও এই বিবৃতিতেই নিশ্চিত করে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার কারণে স্পষ্টভাবেই নিহতের পরিবার শোকস্তব্ধ হয়ে পড়েছে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে নিহত পাইলটের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। একইসঙ্গে কী কারণে দুর্ঘটনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই এবিষয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে।
{link}
সূত্রের খবর, এই যুদ্ধবিমানটি শুক্রবার দুবাই ‘এয়ার শো’ –এ উপস্থিত বিপুল সংখ্যার দর্শকদের সামনে এটির উড়ানের দক্ষতা ও শৈলি প্রদর্শন করছিল। সেই সময়েই ঘটে দুর্ঘটনা। হঠাতই ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। কী কারনে এয়ার শো চলাকালীন বিমানটি ভেঙে পড়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই নেট মাধ্যমে বিমানটির দুর্ঘটনার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। প্রকাশ্যে উঠে আসা ভিডিও অনুসারে, আচমকাই নীচের দিকে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তেজসের পাইলট দুর্ঘটনার আগে যুদ্ধবিমানটি থেকে বেরোতে পেরেছিলেন কী না, সেই বিষয়টি প্রাথমিকভাবে স্পষ্ট ছিল না। তবে, পরবর্তীতে বায়ু সেনার তরফে নিশ্চিত করা হয় যে, দুর্ঘটনাতেই নিহত হয়েছেন তিনি।
প্রসঙ্গত, Tejas হল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (HAL) –এর তৈরি যুদ্ধবিমান। এটি ভারতীয় বায়ুসেনার সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় যুদ্ধবিমানগুলির মধ্যে অন্যতম। যুদ্ধক্ষেত্রে এটি বায়ুসেনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তেজস একটি সিঙ্গল ইঞ্জিন মাল্টিরোল যুদ্ধবিমান যেটি দেশীয় প্রযুক্তিতে তৈরি। যুদ্ধবিমানটির আধুনিকতম সংস্করণটি হল Tejas Mark-1A । এটি বর্তমানে নাসিকে অবস্থিত HAL –এর কারখানায় তৈরি হচ্ছে। যুদ্ধবিমানটির একটি অন্যতম সেরা বৈশিষ্ট্য হল এটির মাধ্যমে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দুই ক্ষেত্রেই দক্ষভাবে হামলা চালানো সম্ভব।
তবে, এই দুর্ঘটনার বিষয়টি বায়ুসেনার শীর্ষ পদাধিকারীদের কপালে চিন্তার ভাঁজ সৃষ্টি করবে বলে ধারণা করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। কারণ যুদ্ধক্ষেত্রে এটি ভারতীয় বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কী কারণে বিমানটি দুর্ঘটনার সম্মুখীন হয়ে পড়েছে, সেই বিষয়টি স্পষ্ট হলে কিছুটা ধোঁয়াশা কাটবে।
{ads}