শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের শত চেষ্টাতেও থামানো যাচ্ছে না যুদ্ধ। ট্রাম্পের যুদ্ধবিরতি কেউ রাজি না। কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে নতুন করে অশান্তির মেঘ ঘনিয়েছে। আসরে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শনিবার থাইল্যান্ড দাবি করেছে, কম্বোডিয়া সেনা চার থাই সেনাকে হত্যা করেছে সংঘর্ষ চলাকালীন। আর এরপরই থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইক ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি উড়িয়ে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট শুক্রবারই যুদ্ধবিরতির চুক্তি হওয়ার দাবি করেছিলেন। কিন্তু তা নস্যাৎ করে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিল ব্যাঙ্কক।
{link}
গত সোমবার সকালে থাইল্যান্ডে ব্যাপক গোলাবর্ষণ করে কম্বোডিয়া। তারপরই কম্বোডিয়ায় পালটা বিমান হামলা চালায় থাই সেনা। তারা দাবি করে, কম্বোডিয়ার গোলাবর্ষণে মৃত্যু হয়েছে তাদের এক সেনার। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়। এবার ওয়েচায়াচাইক জানিয়ে দিলেন, তাঁরা যুদ্ধ থামাবেন না। এর আগে গত ২৬ অক্টোবর মালয়েশিরা মাটিতে স্থায়ী সংঘর্ষবিরতি চুক্তিতে সই করেছিলেন তাইল্যান্ড এবং কম্বোডিয়ার দুই রাষ্ট্রপ্রধান। যে বৈঠকের মধ্যমণি ছিলেন স্বয়ং ট্রাম্প। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুই দেশ।
{ads}