শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মোল্লাতন্ত্রের বিরুদ্ধে ইরানে বিদ্রোহের আগুন আরও ভয়াবহ আকার নিতে শুরু করেছে। আয়াতোল্লা খামেনেই-এর প্রশাসনের বিরুদ্ধে পথে নেমেছেন হাজার হাজার জনতা। স্লোগান উঠেছে, ‘মোল্লাতন্ত্র নিপাত যাক।’ ভয়াবহ বিদ্রোহ ঠেকাতে দাঁত-নখ বের করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড। পুলিশের গুলিতে এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১২০০ জনকে। এই ডামাডোলের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হত্যা বন্ধ না করলে, তেহরানে জোরালো আঘাত হানবে আমেরিকা। সবমিলিয়ে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। গত এক সপ্তাহ ধরে ইরানে মোলাতন্ত্রের বিরুদ্ধে সরব সেদেশের মুক্তমনারা।
{link}
দেশের বিভিন্ন প্রান্তে আগুন জ্বলছে। মানুষের সহ্যর সীমা ছাড়িয়ে যাচ্ছে মোল্লাতন্ত্র। রাজধানী তেহরান-সহ ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৭টি প্রদেশ পুড়ছে বিক্ষোভের আগুনে। পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ। তাঁদের একটাই দাবি, দেশে মোল্লাতন্ত্র নিপাত যাক। পতন হোক আয়াতোল্লা আলি খামেনেই সরকারের। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে আমজনতা-ইরানের সকলের মুখে একটাই স্লোগান, স্বৈরাচারীর পতন হোক। তাঁদের দাবি, শাহ বংশের হাতে আবারও ফিরে যাক ইরানের শাসন। বর্তমানে আমেরিকায় থাকা শাহ বংশের উত্তরসূরি রেজা পাহলাভিও প্রতিবাদীদের সমর্থনে বার্তা দিয়েছেন।
{ads}