শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের সঙ্গে প্রায় 'আদায়-কাঁচকলা' সম্পর্ক নিউয়র্কের নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানির। এই অবস্থায় লড়াই করে তিনি নির্বাচিত হন। তারপরই প্রথম ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন তিনি। এতদিন মামদানিকে লাগাতার হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ট্রাম্পকে পালটা কটাক্ষ করলেন নিউ ইয়র্কের হবু মেয়র। বলেন, “ট্রাম্প, আমি জানি আপনি আমার কথা শুনছেন। আমার আপনাকে চারটি শব্দ বলার আছে: "আরও জোরে চিৎকার করুন।” তাঁর সংযোজন, “নিউ ইয়র্কে ট্রাম্প জন্মগ্রহণ করেছেন। কীভাবে তাঁকে পরাজিত করতে হয়, তার পথ এই শহরই দেখাবে। আমি দুর্নীতির অবসান ঘটাবো।”
{link}
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার মামদানিকে কটাক্ষ করেছিলেন। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘কমিউনিস্ট’ জোহরান নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে তিনি শহরের কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেবেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের ‘রক্তচক্ষু’ আসলে ব্যর্থ হল। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মামদানি।
{ads}