header banner

Bangladesh: ভারতীয় জলসীমায় চলে আসায় আটক ৩৫ বাংলাদেশি মৎস্যজীবী

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ৩৫ বাংলাদেশী মৎস্যজীবী। অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে‌। একইসঙ্গে দুটি ট্রলার আনা হয়েছে। ভারতীয় জলসীমার মধ্যে ওই ট্রলারটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়েছে। আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আটক হওয়া ৩৫ বাংলাদেশি মৎস্যজীবীকে ট্রলার-সহ দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

{link}

  পুলিশ ধৃত ৩৫ বাংলাদেশী মৎস্যজীবীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমার ভিতরে অবৈধভাবে মৎস্য আরোহণের মামলা রুজু করে তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করবে। অপরদিকে, ভারতীয় ট্রলারডুবির ঘটনার পর মৎস্যজীবীদের একাংশ আঙুল তুলেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর দিকে। অভিযোগ ছিল, ওই ট্রলারকে তাড়া করে ভারতের জলসীমান্তে ঢুকে সেটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় বাংলাদেশি বাহিনীর জাহাজ। ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবী লিটন দাসের অভিযোগও তেমনই। এই নিয়ে ভারতের সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হওয়ায় এ দিন তার জবাব দিয়েছে বাংলাদেশের নৌবাহিনী।

{ads}

India Bangladesh Relation Fishing Bengali News Indian Water Borders Indian Sea Borders Bangladeshi Fishermen Arrested সংবাদ বাংলাদেশী মৎসজীবী মাছ চাষ বাংলাদেশ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article