header banner

Donald Trump: সিরিয়ায় মাথাচাড়া দিচ্ছে আতঙ্কের ইসলামিক স্টেট! ভয়ঙ্কর হুঙ্কার ট্রাম্পের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ফের সিরিয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে আতঙ্কের ইসলামিক স্টেট! অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা জওয়ানের পাশাপাশি এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরই ফুঁসে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্রবল প্রত্যাঘাতে’র হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, ‘সিরিয়ার এক বিপজ্জনক অঞ্চলে ইসলামিক স্টেট হামলা চালিয়েছে আমেরিকা ও সিরিয়ার বিরুদ্ধে। যে অঞ্চল ওদের (সিরিয়া) সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই।’ 

{link}

তাঁর হুঁশিয়ারি, ‘ভয়ংকর প্রত্যাঘাত করা হবে।’ পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, আহমেদ আল-শারায় যা ঘটেছে তাতে তিনি মর্মাহত। এবং সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, সিরিয়া মার্কিন সেনাদের পাশাপাশি এই লড়াইয়ে শামিল রয়েছে। আল-শারা এই ঘটনায় ফুঁসছে বলেও দাবি করেন ট্রাম্প। কেবল ট্রাম্পই নন এই ঘটনায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিবও। এক্স হ্যান্ডেলে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, ‘এটা সকলের জেনে রাখা উচিত, কেউ যদি আমেরিকানদের উপর হামলা চালায় তবে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাঁর জীবনের শেষ প্রহর চলছে।'

{ads}

Donald Trump News Bengali News Syria Syria Army Trump News Islamic State Truth Social সংবাদ ট্রাম্প সিরিয়া খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article