header banner

USA on Tariffs: মস্কোর সঙ্গে বাণিজ্য করলে সেই দেশের উপর ৫০০ শতাংশ শুল্ক বসাতে পারে আমেরিকা! হুমকি ট্রাম্পের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতকে ভয় দেখানোর অভিনব পন্থা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি হুট্হাট করে পরিবর্তন করে চলেছেন তার শুল্কনীতি। জানা গিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ফের একবার শুল্কের আশ্রয় নিচ্ছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, তিনি নতুন সেনেট আইনকে সমর্থন করবেন। এই আইনের মাধ্যমে মস্কোর সঙ্গে ব্যবসা করা দেশগুলির উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো ক্ষমতা পাবে ওয়াশিংটন। ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির মাঝেই ফের একবার বাড়তে চলেছে চাপ। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফের নতুন শুল্ক চাপানোর প্রচেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতের উপর। রাজনৈতিক মহলের ধারণা একদিকে সরাসরি শুল্ক আলোচনা এবং অন্যদিকে ঘুর পথে ফের শুল্ক চাপানোর চেষ্টা আসলে যুদ্ধকে সামনে রেখে ট্রাম্পের ব্যবসা বৃদ্ধির কৌশল।

{link}

  এই আইনে চিন এবং ভারত-সহ বিভিন্ন দেশ সরাসরি আক্রমণের মুখে পড়বে। এই দুই দেশ রাশিয়ার জ্বালানি কেনা মূল দেশ। এই তালিকায় ইরানকেও যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনার কারণে ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে আমেরিকা। ২০২৫ সালের আগস্টে, ট্রাম্পের নির্দেশে ভারতের রপ্তানির উপর থাকা ২৫ শতাংশ শুল্কের উপরে আরও ২৫ শতাংশ ‘রাশিয়ান তেল’ সারচার্জ যোগ করা হয়। এর ফলে শুল্ক দ্বিগুণ হয়ে যায়। যদিও, পরবর্তীকালে ভারতের বিষয়ে ওয়াশিংটন আগের তুলনায় নমনীয় অবস্থান নিয়েছে।

{ads}

USA Donald Trump Trump News USA Tariff Threat Narendra Modi USA Tariff News India USA Relation শুল্ক যুদ্ধ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র খবর ট্রাম্প

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article