header banner

Pakistan: জেলে দাদার উপর অত্যাচার! কয়েক হাজার সমর্থক নিয়ে ইমরানের দুই বোনের প্রতিবাদ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের গণতন্ত্র এখনো সাবালক হয় নি। সেই কারণেই বার বার করে পাকিস্তানের প্রাক্তন প্রধান মন্ত্রীকে হয় খুন হতে হয়েছে অথবা জেলে যেতে হয়েছে। এখন ইমরান খান আছেন জেলে। প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁর মুক্তির দাবিতে ফের একবার বড় কর্মসূচিতে নামল তাঁর দল ‘পাকিস্তান তেহরিক-ই ইনসাফ’ (PTI)। হাজারো সমর্থককে সঙ্গে নিয়ে আদিয়াল জেলের বাইরে ধরনায় বসলেন ইমরানের দুই বোন। জেলে ইমরানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। অন্যদিকে, ইমরানের জেলমুক্তি আটকাতে আরও গুরুতর অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছে শাহবাজ সরকার। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান খান।

{link}

  পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইমরানের দ্রুত মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার সেই জেলার বাইরেই ধরনায় বসেন ইমরানের দুই বোন উজমা খান ও আলিমা খান। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পিটিআই-এর বহু সমর্থক। সেখানে স্বাধীনতার স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের। যেমন, ‘সারফরোসি কি তমন্না আব হামারে দিল মে হে…’, ‘আজাদি আজাদি’। কোনও রকম অশান্তি রুখতে জেলের বাইরে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সংবাদমাধ্যমকে ইমরানের বোন অভিযোগ করেন, মিথ্যে মামলায় ভাইকে আটকে রেখেছে এই সরকার। তাঁর উপর নির্যাতন চালানো হয়েছে। জেলে তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

{ads}

India India Pakistan Relation Imran Khan Imran Khan Jail Pakistan News Imran Khan News সংবাদ ভারত পাকিস্তান ভারত পাকিস্তান খবর

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article