header banner

Donald Trump: 'পাকিস্তানের চাটুকারিতাতেই মজে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট!', মন্তব্য মাইকেল রুবিনের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আমেরিকা ক্রমেই ভারতের থেকে দূরে সরে যাচ্ছে। অন্যদিকে রাশিয়া ভারতকে কাছে টেনে। নিচ্ছে। সেই প্রসঙ্গেই মুখ খোলেন পেন্টাগনের এক প্রাক্তন আধিকারিক। পাকিস্তানের চাটুকারিতাতেই মজে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর জন্যই ভারত-আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে। মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে এমনটাই বললেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ট্রাম্পের চরম অযোগ্যতার কারণেই ভারত-রাশিয়া ঘনিষ্ঠ হয়েছে।

{link} 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রুবিন বলেন, “ট্রাম্প যেভাবে ভারত-আমেরিকার সম্পর্ক পালটে দিয়েছেন, তাতে আমরা হতবাক। অনেকেরই প্রশ্ন, কোন অনুপ্রেরণায় মার্কিন প্রেসিডেন্ট একাজ করলেন? সম্ভবত পাকিস্তানের চাটুকারিতায় মজেই এমন কাজ করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, অনেকের বক্তব্য, পাক-বন্ধু তুরস্ক এবং কাতারের তরফ থেকে ট্রাম্পকে ঘুষও দেওয়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট যে বিপর্যয় ঘটিয়েছেন, তাতে আগামী কয়েক দশক ধরে আমেরিকাকে কৌশলগত ঘাটতির সম্মুখীন হতে হবে।”

{ads}

Donald Trump News Bengali News West Bengal News US President USA India Relation India Russia Relation সংবাদ মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article