header banner

Bangladesh Unrest: সংস্কৃতির ভস্মের স্তূপ হয়ে উঠছে বাংলাদেশ! ছায়ানটের পর এবার আগুন উদীচীতে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নতুন বাংলাদেশ হিংসায় উন্মত্ত। সর্বত্রই শুধুও হিংসা আর হিংসা। পাকিস্তানপন্থী মৌলবাদের হাতের পুতুলের পরিনত হয়েছে ইউনুস। ইউনিউসের কোনো নিয়ন্ত্রণ নেই। একের পর এক সংস্কৃতি কেন্দ্রে হামলা, যে বাংলাদেশ একসময় শিল্প ও সংস্কৃতিমনাদের জন্য পরিচিত ছিল, তার আকাশ আজ ঢেকেছে মৌলবাদে। কট্টরপন্থীদের হাতে পড়ে আর কী কী দেখাবে ‘নতুন’ বাংলাদেশ? ওসমান হাদির মৃত্যুর ক্ষোভ দেখাতে গিয়ে ভেঙে তছনছ করা হল ছায়ানট। ভাঙা হল হারমোনিয়াম, তবলা। ছিঁড়ে ফেলা হল বই। এবার নিশানা উদীচী। ছায়নটের পর বাংলাদেশে এবার হামলা হল সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কট্টরপন্থীদের হাতই রয়েছে এই হামলা পিছনে, দাবি উদীচীর আধিকারিকদের।

{link} 

  উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানিয়েছেন, পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে ঢাকার তোপখানা সড়কে উদীচী কার্যালয়ে আগুন লাগার খবর আসে। দমকলের চারটি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। বাংলাদেশেক সংবাদপত্র প্রথম আলোকে উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, “রাত পৌনে আটটার দিকে কার্যালয়ে প্রথম ভাঙচুর করা হয়। এরপর সেখানে আগুন দেওয়া হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে আগুন দেওয়ার ধারাবাহিকতা ধরে রেখেই উদীচী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।”

{ads}

Bangladesh News Bengali News Bangladesh Protest Osman Hadi Bangladesh News Live Bangladesh Breaking সংবাদ বাংলাদেশ উদীচী

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article