header banner

Imran Khan: কেমন আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী? দেখা করে জানালেন তাঁর বোন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অবশেষে ইমরানের বোন উজমা খানকে অনুমতি দিলো দাদা ইমরান খানের সঙ্গে দেখা করতে। আর তারপরেই সমস্ত খবরটা বাইরে চলে আসে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমরানের বোন বলেন, জেলে প্রবল মানসিক নির্যাতন করা হচ্ছে তাঁর দাদাকে। পাক সংবাদপত্র দ্য় ডন সূত্রে খবর, আদিয়ালা জেলে বেশ কয়েকজন পিটিআই সমর্থককে সঙ্গে নিয়ে ইমরানের সঙ্গে দেখা করেছেন তাঁর বোন। গত ২৫ দিন ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে পায়নি পাকিস্তানবাসী। তিনি কেমন আছেন, আদৌ বেঁচে রয়েছেন কিনা, সেই নিয়ে প্রশ্ন তৈরি হয় জনমানসে। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার কার্যত আলটিমেটাম দেন ইমরানের দল পিটিআই সদস্য-সমর্থকরা। ইসলামাবাদ হাই কোর্ট ও আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তারা।

{link}

  ইমরানের সঙ্গে দেখা না হলে জেল ভেঙে ফেলার পথে হাটবে পিটিআই সমর্থকরা, এমনটাও শোনা গিয়েছিল। ইমরানের সঙ্গে দেখা করে কিছুটা আশ্বস্ত বোন উজমা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দাদা ঠিক আছে। তবে মানসিক নির্যাতন করা হচ্ছে ওকে। সারাদিন ওকে বন্ধ করে রাখা হয়ে একটা কুঠরিতে। কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হয় না।”

{ads}

Imran Khan News Imran Khan News Update Imran Khan Health India Pakistan Pakistan News Bengali News সংবাদ পাকিস্তান খবর ইমরান খান জেল

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article