শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ জ্বলছে, বলা ভালো বাংলাদেশকে জ্বালানো হচ্ছে। কিন্তু কে বা কারা এই কাজ করছে? এই প্রশ্নের উত্তরের একটা ইঙ্গিত পাওয়া গেলো সাহিত্যিক তসলিমা নাসরিনের একটি পোষ্টে। সরকারের মদতে জামাত শিবিরই খুন করিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে! এই খুনের নেপথ্যে সরকারের অদৃশ্য হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিলেন বাংলাদেশের প্রতিবাদী সাহিত্যিক তসলিমা নাসরিন। বাংলাদেশকে পরিকল্পিতভাবে অশান্তির আগুনে ছুড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তাঁর। সব মিলিয়ে হাদি খুনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।রবিবার রাতে সোশাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করেন প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে তিনি লেখেন, ‘কয়েক ঘণ্টা ধরে জিহাদিরা ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, আর উদীচীর কার্যালয় লুঠ করেছে, ভেঙেছে, পুড়িয়েছে। পুলিশ আসেনি।'
{link}
তিনি আরো লেখেন,মনে হচ্ছে গোটা ব্যাপারটাই করিয়েছে সরকার। পুলিশ সরকারের গ্রিন সিগন্যাল পায়নি বলে কর্মস্থল ত্যাগ করেনি। দীপু কাণ্ডেও ভিকটিমের মৃত্যু হয়ে যাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ এসেছে। সময় মতো পুলিশকে আসতে বাধা দেয় কারা? হয়তো তারাই, যারা পুলিশকে নির্দেশ দেয়, এবং বলে দেয় নির্দেশ ছাড়া কোথাও, বিশেষ করে সেনসিটিভ কেসে, আচমকা উদয় না হতে!’ এরপরই বিস্ফোরক অভিযোগ তুলে তসলিমা লেখেন, ‘হাদির সম্ভাব্য আততায়ী ফয়জলের অ্যাকাউন্টে ১২৫ কোটি টাকার লেনদেন পাওয়া গিয়েছে। টাকাটা কে দিল? সরকারের অদৃশ্য হাত নয় তো?’ এই মুহূর্তে এর সত্যি মিথ্যা বিচার করা কতটা সম্ভব তা বলা যাচ্ছে না।
{ads}