header banner

North Korea: কে হবেন কিম জং উনের উত্তরসূরী? মিলল বড় ইঙ্গিত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একনায়কতন্ত্রী কিম জং উন উত্তরকোরিয়ার প্রধানের আসনে নিজের কন্যাকে বসিয়ে যেতে চাইছেন। এবার কিমের মেয়েকে দেখা গেল তার পিতামহ ও প্রপিতামহের মসোলিয়ামে। যা ফের জল্পনাকে উসকে দিল। সেদেশের সংবাদমাধ্যম প্রকাশিত ছবি ঘিরে চর্চা শুরু।জানা যাচ্ছে, ২০১৩ সালের আশপাশে জন্ম কিমের কন্যার। যদিও মেয়েটির জন্মের তারিখ কিংবা অন্য বিবরণ কিছুই কখনও প্রকাশ করেনি উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম। কিন্তু এনবিএ স্টার ডেনিস রডম্যান সেই সময় উত্তর কোরিয়া সফরে এলে ‘ফাঁস’ করে দেন জু আই-এর কথা। তবে ওই কিশোরী প্রকাশ্যে আসে ২০২২ সালের নভেম্বরে। কিন্তু প্রকৃত অর্থে এবারই তাকে বিশ্ব রাজনীতির মঞ্চে প্রথমবার দেখা গেল। 

{link}

  যদিও তাকে বাবার সঙ্গে ওই প্যারেড দেখতে দেখা যায়নি, তবুও সুকৌশলে কিম তাঁর কন্যাকে বিশ্ব রাজনীতির অলিন্দে তুলে ধরলেন বলেই মনে করা হচ্ছে। এদিন কিম জং উন প্রাসাদাটি ঘুরে দেখেন। তাঁর সঙ্গে শীর্ষস্থানীয় অফিসাররাও ছিলেন। আর সেই সঙ্গেই কিমের মেয়েকেও দেখা গিয়েছে সেখানে। এরপর থেকে জল্পনা জোরদার হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থার দাবি, এই বিষয়টি গত বছরই পরিষ্কার হয়ে গিয়েছিল, যখন চিন সফরেও মেয়েকে সঙ্গে রেখেছিলেন উত্তর কোরিয়ার একনায়ক। তবে বিশেষজ্ঞরা বলছেন, মসোলিয়ামে কিম জু আইকে দেখতে পাওয়া আরও তাৎপর্যপূর্ণ।

{ads}

North Korea News Kim Jong Un Bengali News Ju Ai North Kora King International News সংবাদ কিম জং উন খবর কিম উত্তর কোরিয়া

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article