header banner

Donald Trump: 'আপনি সুন্দরী!', গাজার শান্তি সম্মেলনে মেলোনির রূপ ও গুণের ভূয়সী প্রশংসা ট্রাম্পের

article banner

শেফিল্ড টাইমস ইন্টারন্যাশনাল ডেস্ক: এবার হয়তো মধ্যপ্রাচ্যে সত্যি শান্তি ফিরেছে। মূলত ট্রাম্পের চেষ্টায় শান্তিচুক্তি সম্পন্ন হয়। সোমবার গাজা ভূখণ্ডে শান্তি ফিরেছে। গোটা বিশ্বকে সস্তি দিয়ে পণবন্দিদের মুক্তি দিয়েছে হামাস ও ইজরায়েল দু’পক্ষ। এই অবস্থায় মিশরে গাজা শান্তি সম্মেলনে ফুরফুরে মেজাজে বক্তৃতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই দেখা মিলল ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপ এবং গুণে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্টকে। গুরুগম্ভীর বক্তৃতার মাঝে তিনি হঠাৎ বলে বসেন, “সুন্দরী বললে আপনি নিশ্চয়ই রাগ করবেন না? কারণ আপনি ঠিক তাই।” ট্রাম্পের আশপাশেই অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন মেলোনি। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য শুনে হেসে ফেলেন তিনি।

{link}

প্রাথমিক অস্বস্তি কাটিয়ে অন্য রাষ্ট্রপ্রধানদেরও হাসতে দেখা যায়। সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে ট্রাম্প হঠাৎই বলেন, “এটা আমার বলার অনুমতি নেই, এমনকী রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, যদি বলি যে তিনি একজন সুন্দরী।” এখানেই না থেমে ট্রাম্প যোগ করেন, “আপনি যদি আমেরিকায় কোনও মেয়েকে সুন্দরী বলেন, তা হলে আপনার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। তবু আমি সেটা বলার সুযোগ নেব।” এরপর সরাসরি চোখে চোখ রেখে মেলোনিকে ‘সুন্দরী’ বলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু রূপে নয়, মেলোনোর গুণেও মুগ্ধ ৭৯ বছর বয়সি ট্রাম্প। ‘সফল রাজনীতিক’ মেলোনিকে প্রশংসায় ভরান তিনি। বলেন, “উনি (মেলোনি) দারুণ মানুষ। ইটালির মানুষ তাঁকে শ্রদ্ধা করে। উনি খুবই সফল… খুবই সফল এক জন রাজনীতিক।”

{ads}

News Donald Trump News Giorgia Meloni US News Bengali News International News ট্রাম্প সংবাদ গাজা জর্জিয়া মেলোনি

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article