header banner

Bangladesh: পাকিস্তানকে খুশি করাই উদ্দেশ্য! দ্বিতীয়বার ভারতীয় হাইকমিশনারকে ডাক ইউনুসের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রবল ক্ষুব্ধ ভারত। যদিও রীতি মেনে ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয় নি। বর্তমান পরিস্থিতিতে ইউনুস সরকার সম্পূর্ণ পাকিস্তানের নিয়ন্ত্রনে। আর পাকিস্তানের মদতেই ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাকে ডাকার সাহস পেলেন বাংলাদেশ সরকার। মঙ্গলবার সকাল ১০টায় ডেকে পাঠানো হয়েছে ভর্মাকে। কেন তলব করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, নয়াদিল্লি, কলকাতা-সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। এই নিয়ে গত ১০ দিনে দ্বিতীয়বার তলব করা হল ভারতের রাষ্ট্রদূতকে। জানা গিয়েছে, মঙ্গলবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের বিদেশসচিব আসাদ আলম সিয়াম। গত কয়েকদিনে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম আকার নিয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে বেশকিছু ভিসাকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

{link}

এরপরই তলব করা হল ভারতের রাষ্ট্রদূতকে। সূত্রের খবর, প্রণয় ভার্মাকে ডেকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ ভিসাকেন্দ্রগুলির নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের তরফে। এই নিয়ে গত ১০ দিনের মধ্যে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার মন্ত্রকে তলব করা হল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হলো ভারতের রাষ্ট্রদূতকে। এর আগে গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। পরে এই তলবের বিষয়ে বলা হয়, ইনকিলাব মঞ্চের প্রধান শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া আটকাতে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ।

{ads}

Md Yunus Bangladesh News Bangladesh Visa India Bangladesh Relation Politics Narendra Modi সংবাদ ইউনুস বাংলাদেশ খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article