শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ তিন বছর হয়ে গেছে। কিন্তু কোনো পরিণাম খুঁজে পাওয়া যাচ্ছে না। যুদ্ধ বন্ধর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মার্কিন প্রেডিডেন্ট ট্রাম্প। এবার জমির বিনিময়ে যুদ্ধবিরতির শর্তে বেঁকে বসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্পষ্টভাষায় তিনি জানিয়ে দিলেন, ‘নিজেদের এক টুকরো জমিও রাশিয়াকে ছাড়ব না আমরা।’ জেলেনস্কির এহেন বার্তায় স্বাভাবিকভাবেই বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে তাঁর ‘শান্তি প্রক্রিয়া’ আপাতত শীতঘুমে যেতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
{link}
রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি প্রসঙ্গে সম্প্রতি হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানেই তিনি জানান, ‘এতে কোনও ভুল নেই যে রাশিয়া আমাদের থেকে আমাদের এলাকা কেড়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তবে স্পষ্টভাবে জানাচ্ছি, আমরা এক টুকরো জমিও ছাড়ব না। আমরা ঠিক এই কারণেই যুদ্ধে নেমেছি।’ জমি ছাড়ার আইনি যে অধিকার তাঁর নেই, সেকথাও এদিন জানান জেলেনস্কি। বলেন, ‘আইনিভাবে আমার কোনও অধিকার নেই দেশের জমি কাউকে দিয়ে দেওয়ার। ইউক্রেনের আইন, আমাদের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং সত্যি বলতে আমার নৈতিক অধিকারই নেই এই কাজ করার।’ ইউক্রেনের কিছুটা অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়ার জন্য চাপ জেলেনস্কির উপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ‘যুদ্ধ থামাতে গেলে ইউক্রেনকে ডনবাসের কিছু অংশ ছেড়ে দিতেই হবে। কারণ ৪ বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো সুবিধাজনক স্থানে রয়েছে।’ তবে ট্রাম্পের সেই চাপের সামনে মাথানত করতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট।
{ads}