শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলার অন্যান্য জেলার মতো পুরুলিয়া জেলাতেও হয় বেশ কয়েকটি বড়ো বাজেটের কালীপুজো। বহু রূপে বৈচিত্রেময় সেইসব পুজো। তার মধ্যে পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় ও বিগ বাজেটের কালীপুজোগুলোর মধ্যে একটি হল আদ্রার পলাশকোলার বড় কালীপুজো। প্রায় ৫৬ বছরের গৌরবময় ঐতিহ্য বহন করে চলা এই পুজো প্রতিবছরই ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবারের পুজোর মূল আকর্ষণ হচ্ছে ১৩ ফুট উচ্চতার বিশালাকৃতি কালী প্রতিমা, যা দক্ষ শিল্পীদের হাতের ছোঁয়ায় এখন গড়ে উঠছে রাতদিন এক করে। অন্যদিকে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতিও। প্রায় পাঁচ লক্ষ টাকার বাজেটে আয়োজিত এই পুজো শুধুমাত্র পলাশকোলা গ্রামেই নয়, গোটা পুরুলিয়া জেলার অন্যতম বড় ও শ্রদ্ধেয় কালীপুজো হিসেবে পরিচিতি পেয়েছে।
{link}
পুরুলিয়ার ওই পুজো কমিটির এক সদস্য জানান, “এই পুজোয় বিশালাকৃতি দেবী প্রতিমার পাশাপাশি আরেকটি বিশেষ আকর্ষণ হল প্রসাদ বিতরণ। প্রায় পাঁচ হাজার এলাকার বাসিন্দা ও ভক্তের মধ্যে মায়ের প্রসাদ হিসেবে পরিবেশন করা হয় খিচুড়ি। এই ঐতিহ্য এলাকাবাসী ও দর্শনার্থীদের মধ্যে এক অনন্য সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলে। শুধু এ বছর নয়, প্রতি বছরই পূজো কমিটির উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।” এখন থেকেই পলাশকোলা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পুজো কমিটির সদস্য থেকে শুরু করে এলাকার যুবক, সকলের মধ্যেই দেখা দিয়েছে উৎসাহ ও আনন্দের ঢেউ। আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। চারদিকে যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে সমগ্র এলাকা।
{ads}