header banner

Punya Snan 2026: মকর সংক্রান্তি থেকে মৌনী অমাবস্যা! চলতি বছরে পুণ্য স্নানের নির্ঘন্ট কী? পড়ে নিন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নতুন বছরে বেশ কয়েকটি দিন আছে, যেই দিনগুলোকে 'পুণ্য স্নানদিবস' বলা হয়। সাধারণত মকর সংক্রান্তি দিয়েই শুরু হয় এই পুণ্য স্নান। শাস্ত্র অনুসারে, এই দিনগুলিতে পবিত্র নদীতে মনে বিশ্বাস নিয়ে স্নান করলে শুধু শরীর ও মনকে পবিত্র করে না। মকর সংক্রান্তি, মাঘ পূর্ণিমা, গঙ্গা দশেরা এবং কার্তিক পূর্ণিমা হল এমন কিছু শুভ তিথি যেখানে পবিত্র নদীতে স্নান করাকে শুভ বলে মনে করা হয়। ২০২৬ সালে এই দিনগুলি কবে রয়েছে? দেখে নিন-

মকর সংক্রান্তি স্নান: এই বছর মকর সংক্রান্তি পড়েছে ১৪ জানুয়ারি। এই দিনে পবিত্র স্নানের বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে সূর্যদেব উত্তর দিকে অগ্রসর হন, যা বায়ুমণ্ডলে ইতিবাচক শক্তি নিয়ে আসে। বিশ্বাস করা হয়, পবিত্র নদী বা তীর্থস্থানে স্নান করলে শরীর ও মন উভয়ই পবিত্র হয়।

মৌনী অমাবস্যা: ১৮ জানুয়ারি এ বছর মৌনী অমাবস্যা পড়েছে। মাঘ মাসের অমাবস্যা তিথিকেই মৌনী অমাবস্যা বলা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে গঙ্গার জল অমৃতের মতো হয়ে যায়। তাই, এই দিনে গঙ্গায় পবিত্র স্নান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বলা হয়, মৌনী অমাবস্যায় গঙ্গায় স্নান করলে পাপ মোচন হয় এবং মোক্ষলাভ হয়।

{link}

এছাড়াও আছে -

মাঘী পূর্ণিমায় স্নান: মাঘ মাসের পূর্ণিমায় পবিত্র স্নান করাকে সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় স্নান করার পর তিল, খাবার, পোশাক, ঘি এবং কম্বল দান করলে পুণ্য বহুগুণ বৃদ্ধি পায়। 

গঙ্গা দশেরা : এই দিন পড়েছে ২৫ মে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে উদযাপিত একটি প্রধান উৎসব গঙ্গা দশেরা। বিশ্বাস করা হয়, এই দিনে মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন। এই দিনে গঙ্গায় স্নান, দান এবং পূজা করলে ১০ ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়।

{ads}

Makar Sankranti Mauni Amavasya Bengali News Snan Yatra Snan Yatra 2026 Gangasagar Gangasagar Mela সংক্রান্তি পুণ্য স্নান মকর সংক্রান্তি স্নান মৌনী অমাবস্যা ২০২৬

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article