header banner

Santoshi Puja: তৃপ্তির দেবী, সিদ্ধিদাতা গণেশের কন্যা! কীভাবে সন্তোষী মাতার পুজো করা উচিত? জেনে নিন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সন্তোষী পূজা হল সন্তোষী মাতার পূজা, যিনি তৃপ্তির দেবী এবং গণেশের কন্যা হিসেবে পরিচিত। এই পূজা প্রধানত উত্তর ভারত ও নেপালে প্রচলিত এবং সাধারণত শুক্রবার পালন করা হয়। সন্তোষী মা ব্রত নামে পরিচিত এই উপবাসে পরপর ১৬টি শুক্রবার ব্রত পালন করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। কীভাবে এই দেবীর পূজা করা হয়? কোন কোন বিষয়ে লক্ষ্য রাখলেই বা মেলে দেবীর আশির্বাদ? জেনে নিন-

{link} 

দেবী সন্তোষীর পূজার নিয়মাবলী:

দিন: শুক্রবার এই পূজার জন্য শ্রেষ্ঠ দিন। 
উপবাস: উপবাস পালনকালে টকজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হয়। 
পূজার পদ্ধতি: প্রতি শুক্রবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ধূপ-দীপ জ্বালিয়ে ব্রত পাঠ করতে হয়। 
সময়কাল: সাধারণত ১৬টি শুক্রবার এই ব্রত পালন করা হয়। 
উপাসক: যেকোনো বয়সী নারী-পুরুষ এই ব্রত পালন করতে পারেন। 
দেবীর রূপ: সন্তোষী মাতা চতুর্ভুজা এবং হাতে ত্রিশূল ও তলোয়ার ধারণ করেন বলে বিশ্বাস করা হয়। 

সন্তোষী মাতার পরিচিতি:
নামের অর্থ: 'সন্তোষী' নামটি 'সন্তোষ' শব্দ থেকে এসেছে, যার অর্থ তৃপ্তি বা সন্তুষ্টি। 

পরিচয়: তিনি গণেশের কন্যা এবং শুভ ও লাভের বোন হিসেবে পরিচিত। 

জনপ্রিয়তা: ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'জয় সন্তোষী মা'-এর পর থেকে এই দেবীর পূজা আরও জনপ্রিয় হয়ে ওঠে

Santoshi Mata Mata Santoshi Puja Santoshi Puja News Devi Santoshi Santoshi Mata Rituals Bengali News সন্তোষী মা সন্তোষী মা পুজো খবর দেবী সন্তোষীর পুজো

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article