header banner

Chandannagar Jagadhatri Puja: হৈমন্তিকার পুজোয় বড় চমক! ৭৫ ফুটের প্রতিমার দেখা মিলবে এই প্যান্ডেলে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: চন্দননগর মানেই যেন জগদ্ধাত্রী পুজো। কলকাতার দুর্গা, বারাসাতের কালীপুজোর থেকে কোনো অংশে কম যায় না চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এবার সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে চমক দিয়েছে চন্দননগরের অন্যতম ক্লাব কানাইলাল পল্লী। পুজোর চারদিন চন্দননগরে দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না৷ কানাইলাল পল্লীর পুজো এবার ৫২ বছরে পদার্পণ করেছে। থিমের ভিড়ে অন্য রকম একটু চমক দিতে চাইছিলেন পুজো উদ্যোক্তারা। সে কথা মাথায় রেখেই এবার সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করেছে এই ক্লাব। সাধারণত চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার উচ্চতা হয়ে থাকে ২৬ ফুটের মধ্যে। কিন্তু সেই সীমা এবার ছাড়িয়ে গিয়েছে কানাইলাল পল্লী। জানা যায়, তাদের প্রতিমার উচ্চতা ৭৫ ফুট।

{link}

  একেবারে ফাইবার দিয়ে এই প্রতিমা তৈরি করা হয়েছে। মণ্ডপে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকার ফাইবার কাস্টিং শিল্পকে তুলে ধরা হয়েছে। সুবিশাল প্রতিমা তৈরি করেছেন দত্তপুকুরের ফাইবার শিল্পীরাই। পুজো উদ্যোক্তাদের দাবি, এটি বিশ্বের সবথেকে বড় প্রতিমা। পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার জানিয়েছেন, “কলকাতায় দেশপ্রিয় পার্ক বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করেছিল । আমরা জগদ্ধাত্রী পুজোয় সেই চমক এনেছি । চন্দননগরের খর, মাটি দিয়ে যে প্রতিমা তৈরি হয় তার ওজন অনেক বেশি হয় । সবচেয়ে বড় প্রতিমা তৈরিতে তাই আমরা ফাইবার ব্যবহার করেছি। প্রতিমার উচ্চতা আনুমানিক ৭৫ ফুট। মণ্ডপের বাইরে থেকেও দর্শন করা যাবে।” বিশ্বজিৎবাবুর কথায়, ”এত বড় জগদ্ধাত্রী আগে কেউ কখন তৈরি করেনি। তবে প্রশাসনের তরফে মণ্ডপের উচ্চতা কমাতে বলা হয়েছিল।”

{ads}

Chandannagar Jagadhatri Puja Jagadhatri Puja 2025 Kanailal Pally Jagadhatri Puja News Bengali News সংবাদ জগদ্ধাত্রী পুজো চন্দননগর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article