শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কালীপুজো আসন্ন। আগামী ২০ তারিখ মর্তে আগমন ঘটবে দেবীর এই ভয়ঙ্কর ও মৃন্ময়ী রূপের। তার আগে আমরা জেনে নিই কালীপুজোর মূলমন্ত্র। কালীপুজোর জন্য কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র হল - বীজমন্ত্র 'ওঁ ক্লীং কালিকা য়ি নমঃ', প্রণাম মন্ত্র 'জয়ন্তী মঙ্গলা কালীভদ্রা কালী কপালিনী...', এবং কালী গায়ত্রী মন্ত্র 'ওঁ মহাকল্যৈ চ বিদ্মহে শ্মশান বাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ'। এছাড়াও, ধ্যানের জন্য 'ওঁ করালবদনাং ঘোরাং...' মন্ত্রটি ব্যবহার করা হয়।
কালীপুজোর মন্ত্র:
বীজমন্ত্র:
* ওঁ ক্লীং কালিকা য়ি নমঃ।
প্রণাম মন্ত্র:
* জয়ন্তী মঙ্গলা কালীভদ্রা কালী কপালিনী।
* দুর্গা শিবা সমাধ্যাতীসাহা সুধা নমস্তুতে।
{link}
কালী গায়ত্রী মন্ত্র:
* ওঁ মহাকল্যৈ চ বিদ্মহে শ্মশান বাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ।
ধ্যান মন্ত্র:
* ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্।
কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালাবিভূষিতা ম্।
অন্যান্য মন্ত্র:
* ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিনি দেবী নারায়ণী নমস্তুতে।
* মহিষাঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরোগয় বিজয়ং দেহি দেবী নমস্তুতে।
{ads}