header banner

Buri Maa Krishnanagar: কৃষ্ণনগরের জাগ্রত বুড়ি মায়ের পুজোর নির্ঘন্ট কী? পড়ে নিন বিস্তারিত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নদিয়ার কৃষ্ণনগরে বছরের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী উৎসব হল জগদ্ধাত্রী পুজো, এই পুজোর অন্যতম প্রাচীন বুড়িমা পুজো। শতাব্দী প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে প্রতিবছরই শহর জুড়ে দেখা যায় এক বিশেষ উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বুড়িমা পুজোর নির্ঘণ্ট, যা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর (বুধবার) থেকে শুরু হবে পুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি। সেদিন সন্ধ্যায় সাজানো হবে বুড়িমাকে, আর ভোররাত ৪'টে থেকেই শুরু হবে মঙ্গলঘটের জল ভরার আচার। পরদিন অর্থাৎ ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ভোর ৫ঃ৪৪ মিনিটে শুরু হবে সপ্তমীর পুজো। সকাল ৯ঃ৩০ মিনিটে সপ্তমীর পুষ্পাঞ্জলি, এরপর সকাল ১০ঃ৩০ মিনিটে অষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে।

{link}

  বেলা ১২'টায় অষ্টমীর পুষ্পাঞ্জলির পর দুপুর ১'টা থেকে নবমী পুজো শুরু হবে। নবমীর পুষ্পাঞ্জলি পড়েছে দুপুর ২ঃ৩০ মিনিটে, এরপর বেলা ৩'টেয় হবে বলিদান অনুষ্ঠান। বিকেল ৪'টেয় পুজোর আরতি ও হোম সম্পন্ন হবে এবং সন্ধ্যা ৬'টায় অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি, যেখানে ভক্তদের উপচে পড়া ভিড় থাকে প্রতি বছরই। শেষ দিনে, অর্থাৎ ৩১ অক্টোবর (শুক্রবার) সকাল ৮ঃ৩০ মিনিটে শুরু হবে দশমীপুজো। সমস্ত আচার-অনুষ্ঠান শেষে বিকেল ৪'টেয় দেবীকে আসন থেকে নামানো হবে, যা দিয়ে সমাপ্ত হবে এই বছরের বুড়িমা পুজোর মূল পর্ব। স্থানীয় মানুষজন জানিয়েছেন, বুড়িমা পুজো শুধু কৃষ্ণনগরের ধর্মীয় নয়, সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক গুরুত্বপূর্ণ অংশ। ভক্তরা দূরদূরান্ত থেকে এসে এই পুজো দর্শন করেন। শহর প্রশাসন ইতিমধ্যেই নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ প্রস্তুতি শুরু করেছে, যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এই প্রাচীন পুজো উৎসব।

{ads}

Buri Maa Krishnanagar Buri Maa Buri Maa Puja Nadia News Nadia Jagadhatri Puja পুজো বুড়ি মা বুড়ি মার পুজো সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article