header banner

বামাক্ষ্যাপা ও রামকৃষ্ণদেব! বাংলার ইতিহাসের দুই স্বনামধন্য সাধকের সাক্ষাৎ কীভাবে হয়েছিল জানেন?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেক্স:  বাংলার ইতিহাসের দুই সাধক পুরুষ বামাখ্যাপা ও রামকৃষ্ণদেব। নবজাগরনের প্রথম পর্বেই এই দুই সাধকের দেখা মেলে। একই সময়ে, ঊনবিংশ শতকের দুই বিখ্যাত হিন্দু সাধক। বামাক্ষ্যাপা ছিলেন তারাপীঠের সিদ্ধ সাধক ও তারা মায়ের একনিষ্ঠ ভক্ত, যিনি তারাপীঠে শ্মশানঘাটে সাধনা করতেন। অন্যদিকে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে তাঁর সাধনক্ষেত্র তৈরি করেছিলেন। তাঁদের মধ্যে সরাসরি সাক্ষাৎ হয়েছিল বলেও জানা যায়। 

বামাক্ষ্যাপা:
জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৮৩৭, বীরভূম জেলার আটলা গ্রামে।

গুরুত্ব: তারা মায়ের একনিষ্ঠ ভক্ত এবং শ্মশানে সাধনার জন্য পরিচিত।

কর্মক্ষেত্র: মূলত তারাপীঠের শ্মশানঘাটেই তাঁর সাধনা ও অলৌকিক কার্যকলাপের জন্য তিনি খ্যাত ছিলেন। 

{link}

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব: 

গুরুত্ব: 'রামকৃষ্ণ' নামেই তিনি সুপরিচিত এবং তাঁর আধ্যাত্মিক দর্শন ও শিক্ষার জন্য বিখ্যাত।

কর্মক্ষেত্র: দক্ষিণেশ্বরের বাড়িতে তাঁর সাধনক্ষেত্র ছিল। 

দুজনের সাক্ষাৎ:
একবার বামাক্ষ্যাপা কলকাতায় গিয়েছিলেন, যেখানে তিনি শ্রীরামকৃষ্ণের সাথে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে সাক্ষাৎ হওয়ার পর, শ্রীরামকৃষ্ণ বামাক্ষ্যাপাকে হাওড়া স্টেশনে পৌঁছে দেন এবং তিনি দক্ষিণেশ্বরে ফিরে যান।

{ads}

Sadhak Bamakhyapa Sri Ramkrishnadeb Bengali News Religious Story Bengali News Tarapith West Bengal সংবাদ বামাক্ষ্যাপা রামকৃষ্ণদেব

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article